Bangla biroher golpo kotha কবিতা status kobita. all biroher kobita বিরহের কথা heart touching love story are available in Bengali font and language. After reading that, the mind will become fresh and sweet. These story poetry are written about estrangement ভালবাসার কষ্টের কথা বাংলা. These Bangla Biroher Kobita poems were written by Kakuli Sengupta. Thank you so much for writing such a beautiful gift. And hope all of the dear readers like these Bangla biroh valobashar koster golpo kobita collection.
Contents
10 Of The Best Bangla Biroher Kobita Valobashar Golpo Kotha
1. Bangla Biroher Koibta
আমার হৃপিণ্ড খুলে তোমায় দিলাম হারিয়ে ফেলনা প্রতিটা পাতায় পাতায় আমার একান্ত স্পন্দন পাবে। কাউকে জানিও না। পরন্ত রোদে নির্জনে নিরবতায় ভেসেছিলাম ভুলেগেছ। হারিয়ে যাবে জেনেও হাত বাড়িয়েছিলাম ছেড়েদিয়েছ।
2. Valobashar Koster Kotha
সুখ দিতে চেয়ে যাবজ্জীবন যন্ত্রণা দিয়ে গেলাম। নিস্তেজ নিয়মে বাঁধ পদক্ষেপ পাল্টাতে পারিনি তোমার প্রেমেও। হলুদ নীল শিখায় শিরদাঁড়া বেয়ে নেমেছে সূর্য একটার পর একটা। সাজিয়েছে সুর সেই সহস্র বছরের বেয়ে আশা স্বপ্নের।
সন্তনাহীন অস্পষ্ট নিশ্বাস পেয়েছে সংতর্পনে নিঃশব্দে তোমার নিশ্বাসের বর্ষায়। মেঘে মেঘে চঞ্চলতা বেঁধে পরিষ্কার জানিয়েছিলে ভালোবাসি। ভরতে ভরতে শেষ হয়েছিল সমুদ্র। জ্বলতে জ্বলতে সূর্য।
তবু বেলাশেষের বিষণ্ণতা নিঃস্ব হয়ে জানিয়েছিল সে জন্মজন্মান্তরের সত্য। আমি যেনো কেউ না একখন্ড কষ্ট মাত্র।
3. Biroher Kobita Bengali
যা তোকে স্বাধীনতা দিলাম আমার থেকে উরে যা। বহু বহু পৃথিবীর পরে প্রাণ ভরে শ্বাস নিবি। পাশে থাকলে রাত আরও গভীর হবে ভুল হবে পথ। অলি গলি ঘুরে ঘুরে পথচলা শেষ হবে। সন্ধ্যা নামলেই না পাওয়া উষ্ণতার জন্য কাদতে ইচ্ছে হবে।
নতুন উঠা চাঁদটার সঙ্গে আঁচল ভরে মুক্তি লুট নিবি তার থেকে। যা তোকে আজ মুক্তি দিলাম তুই মুক্ত হয়ে যা। যা কিছু আমার আছে কুড়িয়ে বাড়িয়ে তোকে দিয়ে আমি নিঃস্ব হলাম। আর তোকে চিরদিনের জন্য মুক্তি দিলাম। যা তুই যা সুখে থাক। তোর প্রতিটি পদক্ষেপ খুশিতে আর আলোর পথে রেঙে উঠুক।
যা তোকে মুক্তির পথে ছেড়ে দিলাম। এখানে থেকে কি করবি শুধু শুধু তোর ইচ্ছার মৃত্যু যত। আর ওখানে তুই মৃত্যুকে পাবি নিজের ইচ্ছেমতো। যা যত পারিস দূরে যা নিজেকে লুকিয়ে নে। যা তোকে স্বাধীনতা দিলাম। আমায় ছেড়ে উরে যা।
4. Biroher Golpo Kotha Bengali
মন যখন ডোবে ডুবতে ডুবতেও সাত রঙ দেখে। ছড়ানো বুদ বুদের মালা পড়ায় সূর্যকে। সপ্ত ঘোড়া হারিয়ে পায়ে হেঁটে এসে দাঁড়ায় সূর্য। সূর্যকে সে সঙ্গে চায় স্বপ্নে চায়।
মন যখন ভাসে ভাসতে ভাসতেও ভরে ফেলে চোখ। আসাঢ় শ্রাবণ বা ঝর্ণায় হোক। জল আসে জল যায়। শস্য ফলে ঝরে যায় তবু ঝর্নাকে সে সঙ্গে চায়। সবুজ হয়ে ঝরতে চায়।
মন যখন মরে মরতে মরতেও সময় গোনে। গ্রীষ্ম আজ বর্ষা আজ অন্ধকারের গভীরে কোথাও সুর আছে তবু।
পায়ে পায়ে কে এসে দাঁড়ায় ছিন্নভিন্ন? কে কোথায় হাত পাতে! তালুতে এক বিন্দু প্রেম ফেলে কে গোপনে কদে? সে প্রেম পেতে চায়। প্রেমে মৃত্যু ফেরাতে চায়।
5. Valobashar Koster Kotha Bangla
মার চিঠি পেয়েছি সময় মত স্বপ্নের সেই লক্ষ্য চুমু হারায়নি একটাও। সাবধানে মোরা ছিলো তোমার নিঃশ্বাস একপাশে তাও আছে। কানে কানে সারাদিন শব্দহীন প্রেম তরঙ্গে তরঙ্গে যা ভাসতো, রোদে পুরত, জ্বলতো, জরাত যেখানে সেখানে আজ নিঃশঙ্কোজ।
নম্রতায় বাসা বাঁধে করতলে তোমার ভবিষ্যত লুকিয়ে। দেখো হৃদস্পন্দন গুনছি তোমার স্পর্শে। দিকে দিকে অনিশ্চয়তা দিয়ে যা সাজিয়েছিলে পাতার পর পাতায় ঝড় গলে কখনোও এক টুকরো সূর্য ছিলো সেখানে।
সত্যি শুনবে আজ এতোদিন পরেও জানো আমি যদিও ভালো নেই। তোমায় ছেড়ে।
6. Bangla Love Poem
বুঝলাম তুমি বুঝবে না পারদের ওঠা নামায় কত ক্লান্তি থাকে। ময়ূরের পাখায় পাখায় সে সপ্তরঙের ব্যাকরণ কিংবা কালকের ইতিহাস। জানলাম কতো অনায়াসে তুমি পার হতে পারো যুদ্ধক্ষেত্র।
আবার যেতে যেতেই ছিড়তে পারো চাঁপা। ভেজাতে পারো শিশির বিন্দু দিয়ে একটা দুটো পাপড়ি তার। এবং শুনলাম তোমার সেই সাত সমুদ্র তেরো নদীর আদ্যোপান্তের আশ্বাস। সিন্দুক ভরা যন্ত্রনার চাবিকাঠি।
কিংবা সেই পাতাল পুরীর প্রাণ ভ্রমরার কথা। কিংবা পথভোলা পাথর ছুড়ে ফেলা। সেই সজল দীঘির তরঙ্গ শান্ত আজ। বুঝে শুনে জেনে শান্ত আজ বন্ধ দরজা। বাদুড় বনে তাই আজ শুধু কাক ডেকে ওঠে।
7. Bangla Premer Choto Golpo
পরিত্যক্ত প্রেম একে বেকে আকর্ষণের আশায় অট্টালিকার। রাতে বাদুরের রাত্রিবাস। সেখানে সূর্য হাসে সেখানে শাস শাস স্বপ্নের দীর্ঘশ্বাস। বটের ঝুড়ির প্রেম আষ্টেপৃষ্ঠে ভেদ করে করিবর্গা। পথ চেয়ে থাকে সযত্নে সাজানো ঝুলবারন্দা।
এই সেই দরজা যেখানে পিষে মরেছে সম্মান। এই সেই ঘর যেখানে প্রতিধ্বনিত হয়েছে নিশ্চয়তা নিঃসঙ্গতা ভালোবাসা পরবাস অথচ সেই পথেই নিত্য যাতায়াত। অথচ সেই পথেই জোৎস্না বারো মাস। সেই পথেই আজও নিসার্থের বন্যা।
বলতে পারো পলাশ কখন ফোটে? বলতে পারো আকাশের কোথায় সুভাস? সত্যি সত্যি সেখানেও ভোর হয়! ভাবনার ভাবনার সেই সদ্যোজাত পাখির হৃদয়ে। সত্যি সত্যি সেখানেও একটা মন আছে ক্ষত বিক্ষত আঘাতের। তোমারি জয় হোক আনন্দে উম্মুক্ত হোক তোমার মুখ। তোমার স্বপ্ন আসুক লাল রঙ্গণে। কাজ কি কুকিয়ে ওঠে বাতাস, পরিত্যক্ত প্রেম, বটের ঝুরি কিংবা পাখির ডানার ক্রন্দনে।
8. Valobasar Golpo Kobita
ভীষণ ঘুম পেয়েছে একটা স্পর্শ দিতে পারো? আমি জাগতাম কিন্তু ভরি হয়ে ডুবছে নিশ্বাস। অন্ধকার থেকে গভীরে আরো দূরে একটা ঢেউ দিতে পারো? আমি ভাসতাম। ভয়ঙ্কর ভাবে ভরেছে মুহুর্ত শুধু অরপ্রয়জনের মুকুল মেপে মেপে পা ফেলছে দিনরাত।
একটা ঝড় দিতে পারো আমি ঝরতাম! যন্ত্রণা যাই হোক হারাই বা নাহারাই। একটা ডানা দিতে পারো মেঘের পাশে তবে একটু উড়তাম। সেই ঘুমের দেশে গান আসুক। চাঁদের দেশে স্বপ্ন। শরীর ছোয়া সাগর আসুক আসুক প্রেম অন্য। পালাবনা কাদবোনা।
কনক চাঁপা কুলো বোনা একটা সাদা হৃদয় দিতে পারো? আমি নিঃভাবনায় নিশ্চিন্তে একটু ঘুমোতাম।
9. Dukher Premer Kobita
প্রেম পাওয়া হয়নি আলো হওয়ার হাসাহাসি অগ্রাহ্য করেই পিঠ ভর্তি চুল ভিজেছে একা একা। বিদ্যুতের মতো চমকেছে একফালি অঙ্গ। কোনো চোখ মুগ্ধ হয়নি।
প্রেম অধরা থেকে গেছে। কোনো ঘ্রাণ গভীর হয়নি সেখানে। যেখানে সাত সমুদ্রের বাছাই করা নিরিবিলি দুটো ঢেউ থেমে আছে। কতশত সবুজ এলোমেলো ছরিয়ে আছে।
শুন্যতার কি দোষ! যদি একচিলতে রোদ বা কচি কিছু পাতাও কিন্তু প্রেম তবু পাওয়া হয়নি। রাত হয়েছে তারাও এসেছে সময় মতো। কিন্তু রাত থাকুক বা না থাকুক কথা জমেছে একা একাই। তবু প্রেম পেলামনা।
10. Bangla Love Story Heart Touchig
তুমি সব সময় ঠিক পথে চলো কেনো জানো? আলো তোমার সামনে দিয়ে যায় তাই। যখন তুমি হেঁটে যাও মনে হয় জমি নও যেনো সাত সমুদ্রের সব কটা ঢেউ তোমার পায়ের নীচে বয়। তুমি যখন টাকাও আমার দিকে ঝলমলে রোদে ভরা তোমার দৃষ্টি। ধুলো ধোয়া পাতা গুলো চায় ফিরে ফিরে। যেনো এখনি হয়েগেছে এক পশলা বৃষ্টি। তোমার চোখের তারায় টলটলে সেই শুদ্ধতা।
পাহাড় যেনো ভেঙে পড়ে ঝর্না তলায় লুটিয়ে চলে দলে দলে মেঘ। মেঘের শেষে লক্ষ্যভ্রষ্ট বন্যতা। আর বাতাস সে ছুটেই চলে ইচ্ছে মতো আপন মনে দম্ভ যেনো হাতের চেটোয় উলটপালট। পথের মাঝে সেও যদি তোমায় দেখে দম্ভো ভোলে দিক বদলায়। পথ যেনো তার ওই পথে তেই তোমার পথে মুক্তি মাখে। তোমায় যখন দেখি কেমন যেনো সব থেমে যায়। সে সময় সমুদ্র নিশ্বাস সাত রঙ কোলে নিয়ে বুদবুদ হয়ে ভেসে যায়।
তুমি এখানেই কোথাও ছিলে। প্রতিটি ঘাসের গড়ায় তোমার গন্ধ প্রতিটি পাখির ডানায় সে পূর্ণ্যতা। আমার বিশ্বাস আজই তুমি আসবে বলেছিলে। তুমি যখন হাসো প্রতিজ্ঞা পথ ভুলে যায়। যেনো তোমার কথা মানবে বলে সে যেখানে সেখানে জন্মাতে চায়।
তোমায় শুধু দেখবো বলে সকাল বিকল রাত ফেলে মন ছোটায়। ফুল ফোটায় রঙ বেরঙের রঙ্গা নদীর পাড়ে তেপান্তরে চিরদিনের সূর্য তুমি। তোমার চোখে চোখ রাখা দায়। আস্তে আস্তে বন্ধ করি চোখের পাতা।
রামধনু রঙ ছড়িয়ে পড়ে বিশ্বময়। তোমার আলোয় তোমার গন্ধে শিশির ভেজা সকাল থেকেই বাতাস যেনো চঞ্চল। নয়ন পারে তোমায় দেখে তোমার গন্ধ মেখে মেখে আজ আমার উপচে পরা সূর্যস্নান।
আরো পড়ুন ➤ ফেসবুকের জন্য কষ্টের স্ট্যাটাস সমগ্র