Bangla Nature Quotes Status Prokritir Kobita Bengali Sms

Are you a nature lover? And do you want beautiful Bangla Nature Quotes, poems text written on nature? Then this is the right place where you will find nature poems of your choice.

Bangla nature quotes status prokritir kobita

About Bangla nature quotes status, sms, poems: In this post, you will get lots of new nature related bengali quotes, status, kobita, shayari, poetry messages. Which you can share your social media profile as like Facebook, Twitter, linkedin, Pinterest, Instagram, WhatsApp.

  • Bangla Quote on nature
  • Nature Love Quotes in Bengali
  • Bangla nature caption
  • Nature status in Bangla language
  • Bangla prokritir kobita
  • Beautiful poems about nature
  • Prokriti poem in bengali

Nature (Bangla : Prokriti) :- প্রকৃতি বলতে সমগ্র বিশ্ব জগৎ কে বোঝায় যা মানুষ্য দ্বারা সৃষ্ট নয়, যেখানে মানুষ সহ সমস্ত প্রাণী, এবং সূর্য-চন্দ্র, গ্রহ-নক্ষত্র, মহাকাশ, মাটি, পাহাড়-পর্বত, গাছ, নদী, জল, বায়ু ও সদৃশ্য এবং অদৃশ্য বস্তু বা জিনিস নিয়ে একত্রে গঠিত হয়;

Nature’s poetry is the subject of discussion: প্রকৃতিকে কেন্দ্র করে অনেক কবি ও লেখক তাদের কবিতা এবং উপন্যাসের মধ্য দিয়ে প্রকৃতির নানাবিধ বৈশিষ্ট্য ও রূপকে সুন্দর ভাবে মানব সমাজের কাছে তুলে ধরেছেন; যেমন জীবনানন্দের অনেক কবিতায় প্রকৃতির সাবলীল রূপের ছবি ধরা পড়েছে, আবার আরণ্যক উপন্যাসে বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় প্রকৃতির মায়া ভরানো রহস্যময়তা সৃষ্টি করেছেন।

Bangla Nature Quotes Status Sms Poem

নীল সবুজের কাছাকাছি থাকতে ভালোবাসি
চলো যায় অনুভবের ভাবনায় ভূবন ঘুরে আসি
মনে মনে সাজিয়া রাখা প্রকৃতির নানান রূপ
চিত্র লেখার আল্পনা দিয়ে ভরা পৃথিবীর স্বরূপ,

Neel sobujer kacha kachi thakte bhalobasi, cholo jay anuvober bhabonay bhubon ghure ask, mone mone sajiye rakha prokritir nana rup, jeno chitro lekhar alpona diye bhora prithibir sworup.

মন যদি পাহাড় হতো আকাশ হতো আঁখি
যেমন খুশি বেড়াতো উরে কল্পনার ছোট্ট পাখি
নিয়মের গণ্ডিতে থাকতোনা বাঁধা এই অবুঝ মন
সারা পৃথিবী থাকতো বসে সবাই হতো আপন।

Mon jodi pahar hoto akash hoto ankhi, jemon khusi berato ure kolponar chotto pakhi, niyomer gondite thaktona badha ei obujh mon, Sara prithibi thakto bose sobai hoto apon.

পাইনের বন কেড়ে নেয় মন
ঢেকে দেয় কুয়াশার উরনা
পাহাড়িয়া কোনো বাঁকে
ছবি হয়ে এঁকে বেঁকে
নেমে আসে উচ্ছল ঝর্ণা;
সীমানা ছাড়িয়ে বনো ফুল মাড়িয়ে
কোনো অজানা দেশে যাবো হারিয়ে
সোনালী রোদ গায়ে মেখে
আকাশ কে কাছে ডেকে
মিশে যাবো ওই দুর পাহাড়ে
ব্যস্ততা সরিয়ে পিছুটান ছাড়িয়ে
প্রকৃতির রূপে নিজেকে নেবো ভরিয়ে

Painer bon kere ney mon, dheke dey kuashar urna, pahariya kono bake neme ase uchhol jharna; simana chariye bono phool mariye, kono ojana dese jabo hariye, sonali rod gaye mekhe, akash ke kache deke, mise jabo oi dur pahare, byastota soriye pichutan chariye, prokritir rupe nebo nijeke bhoriye.

মন চলেছে গাঁয়ের দেশে শৈশবের টানে
ঘুম ভাঙত সকাল বেলা দোয়েল শ্যামার গানে
জমির আলে ঘুড়ির ল্যাটাই ছুটতে থাকি একা
লুকোচুরি খেলার ফাঁকে শেয়াল মামার দেখা
পাটের ফেসো ছেড়া কাপড় বেধে খেলার বল
মাঠের মাঝে করতো শুরু চাষীর ছেলের দল
বিকেল বেলা বন্ধুরা সব মটর ছোলার ক্ষেতে
রাঙা আলু শসা খেতো খোশ গল্পে মেতে
শহর তলির হিম ঘরে আজ ভাবছি আপন মনে
ছুটছে যেনো মনের পাখি সবুজ গাঁয়ের কোণে

Mon choleche gayer deshe shoisober tane
Ghum bhangto sokal bela doyel shyamar gaane
Jomir ale ghurir letai chutte thaki eka
Lukochuri khelar fake sheyal mamar dekha
Pater feso chera kapor bedhe khelar bol
Mather majhe korto suru chasir cheler dol
Bikel bela bondhura sob motor cholar khete
Ranga alu sosa kheto khos golpe mete
Shohor tolir him ghore aj bhabchi apon mone
Chutche jeno moner pakhi sobuj gayer kone.

Prokritir status kobita in bengali

মেঘে মেঘে আকাশ নীলে পাখিরা যায় উরে
সূর্য সোনার রেনু মেখে দূরে আরও দূরে
লালে লাল কৃষ্ণচূড়ার আগুনে পোড়ায় মন
বয়ে যায় পাগল হওয়া একলা অকারণ

Meghe meghe akash nile pakhira jay ure,
surjo sonar renu mekhe dure aro dure
Laal laal Krishnochurar agune porai mon,
Boye jay pagla haoa ekla okaron.

মেঘে ঢেকেছে চাঁদ-তারাকে
রাত নেমেছে মাঠের পরে;
এখন যদি ভালোবাসি তোমায়
পৃথিবী জানবে জানবে কেমন করে!

Megh dhekeche chand tarake, rat nemeche  mather pore, ekhon jodi bhalobasi tomay prithibi janbe kemon kore.

সূর্যালোকে পড়েছে গাছের ছায়া
মৌমাছিরা ফুলে ফুলে ভরায় ভালোবাসার মায়া
কালো মেঘের বরণ ডালায় আকাশ বাদ্যি বাজায়
পাহাড়িয়া ঝুমুর সুরে কথার মালা সাজায়
দমকা হাওয়া ফুসিয়ে উঠে শান্ত বটবৃক্ষ
দোয়েল ফিয়ে শিস দিয়ে সব বেদনা ভোলায়।

Surjaloke poreche gacher chaya,
Moumachira phool phoole bhoray valobashar maya,
Kalo megher boron dalay akssh badyi bajay
Pahariya jhumur sure kothar mala sajay
Domka haoay fusiye othe shanto botbrikkho
Doyel fiye sish diye sob bedona bholay.

নিশি রাতে একলা পথে ঝি ঝি পোকার শব্দ
আকাশ গায়ে নিভু নিভু বাতি নিঝুম নিস্তব্ধ
রাত প্রহরী পাখির কূজনে তন্দ্রা হারা যায়
তাকিয়ে দেখি সবই ফাঁকা একলা বিছানায়।

Nishi rate ekla pothe jhi jhi pokar shobdo
Akash gaye nibhu nibhu bati nijhum nistobdo
Rat prohori pakhir kujone tondra hara jay
Takiye dekhi sobi faka ekla bichanay.

ঘাসের ডগায় শিশির জোড়ায় মুক্ত আলিঙ্গনে
লেবু ফুলের গন্ধ ভাসে স্নিগ্ধ উত্তুরে পবনে
রবির কিরণে আলগা হলো আলশী হিমেল সকাল
বেলা গড়িয়ে চোখের পলকে নামবে শীতের বিকাল।

Ghaser dogay shishir jorano mukto alingone, Lebu fuler gondho bhase snigdho utture pobone, robir kirone alga holo alshi shiter sokal, bela goriye chokher poloke nabe siter bikal.

Bengali quotes about nature

চন্দ্র, সূর্য-তারা সবুজে ভরা পৃথিবীর মায়াবী রূপ
প্রেমিকার ন্যায় চেয়ে চেয়ে থাকে কথা না বলে চুপ
চাইনি কিছুই দিয়েছে তবু নিজেকে উজাড় করে
সাজিয়েছে জীবন ভরিয়েছে প্রাণ আপন ছন্দ-সুরে।

Chondro surjo tara sobuje bhora prithibir mayabi rup
Premikar nay cheye cheye thake kotha na bole chup
Chaini kichui diyeche tobu nijeke ujar kore
Sajiyeche jibon bhoriyrche pran apon chondo sure.

পাতায় পাতায় সবুজ ছড়িয়ে ধরণী করেছে শ্যামলা
জীবন নীড়ের ভালোবাসায় গড়া আমার প্রাণের বাংলা।

Patay patay sobuj choriye dhoroni koreche shyamla
Jinbon nirer bhalobasy gora amr praner bangla.

ওই সুদূর বনানী কতো টুকু তার জানি কতো কিছু আছে অজানা
ওই উত্তাল সাগরের তীরে বসে সারাদিন দিন শুধু ঢেউ গোনা
বুকে এক ঝাঁক পাইরা মেলে ডানা সাত রঙা রংধনু দেয় হানা
ছোটো গায়ের পথ ধরে হাঁটি পায়ে পায়ে দিয়ে তালে তাল
দেখো মিষ্টি হেসে ভালোবেসে আসে ছোট্ট শিশু সাওতাল

Oi sobuj bonani koto tuku tar jani koto kichu ache ojana, Oi uttal sagorer tire bose saradin sudhu dheu gona, Buke ek jhak paira mele dana sat ronga ramdhonu dey hana, choto gayer poth dhore hati paye paye diye tale tal, Dekho misti hese valobese ase chotto shishu shaoutal;

আকাশে মেঘেদের আনাগোনা
কতো পাখি উরে যায় নান না জানা
স্তব্ধ শহর যখন আলতো পায়ে তখন
তোমার মনে আমি বৃষ্টি হয়ে নামি
মনে জমানো ছিলো যতো চুপকথা
আজ যেনো সবই তা রূপকথা
স্বপ্ন ডানা মেলে ভাবনা পিছে ফেলে
নব জীবনের পথ ধরে পদ্ম ফুটেছে জলে

Akashe megheder anagona
Koto pakhi ure jay nam na jana
Stobdo shohor jokhon alto paye tokhon
Tomar mone ami bristi hoye nami
Mone jomano chilo joto chup kotha
Aj jeno sobi ta rupkotha
Sopno dana mele vabona piche fele
Nobo jiboner poth dhore podmo futeche jole

Bangla nature shayari

একটা সময় রঙিন ছিল রাতের কালো
কাছের দেখায় চোখের তারা লাগতো ভালো
একটা জীবন স্বাধীন ছিলো তোমার প্রেমে
দিনের শেষে সুখের সে রাত আসতো নেমে
আজকের আকাশ অনেক খানি বদলে গেছে
সেই থেকে এক শ্রাবণ বেলা মনে থমকে থেমে আছে

Ekta somoy rongin chilo rater Kalo, kacher dekhay chokher tara lagto bhalo
Ekta jibon swadhin chilo tomar preme
Diner sese sukher se raat asto neme
Ajker akash onek khani bodle geche
Sei theke eka shrabon bela Mone thomke theme ache

♥ দখিনা বাতাসে জাগে মনে শিহরন
উচ্ছল জীবনের ছন্দে
কথা সুর প্রাণ পায় উতল হওয়ায়
স্বপ্ন শপত আনন্দে

Dokhina batase jage mone shihoron, uchhol jiboner chonde; kotha sure pran paye utol haoay sopno shopot anonde.

মেঘেদের সামিয়ানায় বাতাসের মৃদু নেশায়
যে কথা শোনালো আমায়
কিছুটা কল্পনায় কিছুটা জল্পনায় কিছুটা তার স্মৃতির ধূসরতায়
আগুনে হাত রাখি সোহাগে জেগে থাকি নিয়নের নীল আঁধারে
কুয়াশা ডেকে যায় ঘিরে থাকে আমায় জোনাকি মনের ঘরে

Megheder samiyanay bataser mridu neshay je kotha shonale amay
Kichuta kolponay kichuta jolponay kichuta tar smritir dhusorotay
Agune hat rakhi sohage jege thaki niyoner neel adhare
Kuasha deke jay ghire thake amay jonaki moner ghore

বুকের জমিন চাইলে তুমি রেখো পেতে মাথা
স্বপ্ন রঙিন মন আকাশ তোমার জন্যই পাতা
কাছে এসে ডাকো যদি রাখো মোর হতে হাত
আকাশের তারা এনে দেবো জোছনা ভরা রাত

Buker jomin chaile tumi rekho pete matha, sopno rongin mon akash tomar jonyoi pata, kache ese dako jodi rakho mor hate hat, akasher tara ene debo jochona bhora raat.

মন আমার তারাদের শিহরন ছুয়ে যায়
আকাশের মোহনায় বেদনার খেয়া বায়
উজানের ছায়া পথ সুজনের পথ চাই
বারে বার ঢাকে মুখ নিরাশার কুয়াশয়

Mon amar tarader shihoron chuye jay
Akaksher mohonay bedonar kheya bay
Ujaner chaya poth sujoner poth chay
Bare bare dhake mukh nirashar kuashay

Bengali short nature poem

প্রজাপতির ডানা থেকে চলছে রং নেয়ার খেলা
পাহাড়ী নদীতে ভাসানো ইচ্ছে মনের ছোটো ভেলা
চাঁদ ভাসি বাতাসে পরিচিত ওই নদীর পাশে
নীল পাতা ছেড়া মেঘ ভালোবেসে মুচকি হাসে

Projapotir dana theke cholche rong neyar khela, pahari nodite vasano ichhe nodir choto vela, chand bhasi batase porichito oi nodir pase, neel pata chera megh bhalobase muchki hese.

* নদীর জল ঢেউ তুলে যায় উজান ভাটির টানে
দোতারায় অন্ধ বাউল একলা চলে মাটির গানে

Nidir jol dheu tule jay ujan bhatir tane,
Dotaray ondho baul ekla chole matir gane.

নদী তীরে একা বসে কুয়াশার মন
ঝাপসা অন্তরে ছুয়ে যায় নীল শিহরন
সূর্য ডুবে অন্ধকার হয় চাঁদ দেয় আলো
জোৎস্না নৌকা হয়ে হৃদয় ভাসালো

Nodi tire eka bose kuashar mon, jhapsa ontore chuye jay neel sihoron, surjo ondhokar hoy chand dey alo, jotsna nouka hoye hridoy bhasalo.

সবুজ শ্যামল আর দোয়েলের গান
মাঠ ভরা ক্ষেতে ওই নদী বহমান
শিশিরের কোনো গুলো প্রভাত বেলা
নদীর ঢেউয়ে বসে কিরণ মেলা
দিনের আলোয় চলে সতেজ হওয়া
জোৎস্নার আলোয় পরম পাওয়া

Sabuj shyamol ar doyeler gaan
math bhora kkhet oi nodi bohoman
Shishirer kona gulo provat bela
Nodir dheuye bose kiron mela
Diner aloy jole sotej haoa
Jotsnar aloy porom paoa

আলো ছায়া পাতায় পাতায়
ঝিম ঝিম মনকে মাতায়
শরীরে জোৎস্না মেখে থাকি
মন মাতে কিসের নেশায়
বস করে মন মহুয়ায়
আধারের আড়াল থেকে ডাকি

Alo chaya patay patay, jhim jhim monke matay, shorire jotsna mekhe thaki, mon mate kiser neshay, bos kore mon mohuyai, andharer aral theke daki.

ছোট্ট নদী পায়ে পায়ে পেরিয়ে যাওয়া যায়
মৃদু হাওয়া সবুজ ধানে মনকে ছুঁতে চায়
দোয়েল কোয়েল পুকুর পাড়ে মিষ্টি সুরে ডাকে
সবুজ পাতার আদর মেখে অপেক্ষায় মন থাকে
হারিয়ে যাওয়া স্বপ্ন বুকে গাইছে পাখি গান
সেই সুরের ছোয়ায় ফোটে সোনালী শিশে ধান

2020 Nature quotes in bengali

Choto nodi paye paye periye jaoa jay
Mridu haoa sabuj dhane monke chye jay
Doyel koyel pukur pare misti sure dake
Sobuj patar ador mekhe opekkhay mon thake
Hariye jaoa sopno buke gaiche pakhi Gaan
Sei surer choyay fote sonali shise dhan.

সবুজ পাতার ছায়ার তলায়
ক্লান্ত পথিক প্রাণ ফিরে পায়
বন ময়ূরী ঝর্ণা জলে তৃষ্ণা মেটায়
ওই রামধনুর সাত রঙ দিয়ে
মনটাকে রাঙ্গিয়ে নেবো
খুশির হওয়ায় ভাসিয়ে গা
মনটাকে উজাড় করে দেবো
সোনালী রোদ আজ ভালোবেসে
হৃদয় ছুতে চায় স্নেহের আবেশে

Sabuj patar chayar tolay, Klanto pothik pran firee pay, Bon moyuri jharna jole trisna metay, Oi ramdhonur sat rong diye, Montake rangiye nebo, Khushir haoay bhasiye has, Montake ujar kore debo, Sonali rod aj bhalobese, Hridoy chute chau sneher abese.

সাদা পাতায় আঁকবো ছবি বসে নদীর কাছে
সবুজ পাতা আমার অনেক রং পেন্সিল আছে
তোমায় দেবো আমি আমার সবকটা পেন্সিল
দাও আমাকে একটু তোমার সবুজ ক্লোরোফিল

Sada patay ankbo chobi bose nodir kache,
sobuj pata amar onek rong pencil ache,
tomay debo ami amar sobkota pencil,
dao amake tomar ektu clorofil.

বৃষ্টি দিনে সঙ্গী হবো থাকবো তোমার সাথে
রোদ ধরবো সকাল বেলা চাঁদ ধরবো রাতে
শিউলি গন্ধ মেখে খেলবো দুজন মিলে
দুপুর হলে কাটবো সাঁতার পদ্ম ফোটা ঝিলে
সবুজ পাতা তুমি কি বন্ধু হবে আমার
একলা আমি ক্লান্ত বইতে পারিনা জীবনের ভার

Bristi dine songi hobo thakbo tomar sathe, rod dhorbo sokal bela Chand dhorbo raate, shiuli gondho mekhe khelbo dujon mile, dupur hole katbo satar podmo fota jile, sobuj pata tumi ki bondhu hobe amar, ekla ami klanto boite parina jiboner bhar.

Read More

Bosonto Kaler Sms – বসন্তের কবিতা স্ট্যাটাস

Rainy (বৃষ্টি) Day Quotes, SMS, Status, Poems In Bengali

Bangla Sad Shayari And Very Sad SMS Kobita

Bangla Valobashar Sms Bengali Love Shayari With Images

Scroll to Top