Do you need playful Bengali Funny jokes for entertainment? In this post, you will find new hasir mojadar bangla koutuk with shareable photo, picture and text image.
We try to make each other laugh through a variety of humorous jokes words. So here you will find some new Bangla funny jokes and laughter material (হাসির কৌতুক) that will be very useful in our daily life.
Contents
Bengali Jokes Funny King Hasir Koutuk
1. স্বামী: আমি আর তোমাকে এই মাসে একটা টাকাও বাড়তি দিতে পারবো না, স্ত্রী: আচ্ছা দিতে হবেনা, তুমি আমাকে শুধু কিছু টাকা ধার দাও, পরের মাসে তুমি যখন স্যালারি পাবে তখন মিটিয়ে দেব।
bangla jokes comedy, bengali jokes king, bengali jokes for girl and husband wife, bengali recent funny jokes, bangla mojar koutuk, bagla hasir jokes, bangla jokes sms.
2. একটি দেয়ালে লেখা আছে এখানে একমাত্র কুকুরেরা প্রস্বাব করে, নন্টে সেখানে প্রস্বাব করে দিল আর বলল প্রস্বাব করে দিলাম আমি আর নাম হবে কুকুরের,
3. এক যাত্রী ট্রেন থেকে নামলো, তার পর নন্টুকে জিজ্ঞাসা করলো, আচ্ছা এটা কোন স্টেশন! নন্টু এই শুনে হাসছে হাসছে….. আর হাসছে……. হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়লো, আর বললো আরে এটা রেইল স্টেশন
4. বলাই বাবু একজন দারুন কৃপণ এবং সম্মানীয় ব্যাক্তি, তিনি একদিন বারোয়ারির পূজায় গিয়েছেন; সেখানে সকলে প্রণামী বক্সে টাকা দিচ্ছে, বলাই বাবু পকেট হাতরে কোনো রকম একটি ১০ টাকার, ধূসর নোট বের করে প্রনামী বক্সে ঢুকিয়ে দিলেন, তখন পাশের থেকে একটি মহিলা ওনার দিকে একটি দুহাজার টাকার নোট বাড়িয়ে দিয়ে বললেন এই নিন।
বলাই বাবু একটু লজ্জা পেলেন এবং দুই হাজার টাকার নোটটি প্রণামি বক্সে ঢুকিয়ে দিলেন, পুজোর শেষে বলাই বাবু ওই মহিলাকে লজ্জিত মুখে ধন্যবাদ জানালেন, মহিলাটি বললো আপনি যখন ১০ টাকার নোটটি বের করেছিলেন তখন আপনার পকেট থেকে ওই দুহজার টাকার নোটটি পরে গিয়েছিল, এই শুনে বলাই বাবু মাথা ঘুরে পড়ে গিয়ে কমায় পৌঁছে যান।
5. এক প্রেমিকা তার প্রেমীককে বললো বিয়ের ব্যাপারে তুমি একবার আমার মার সাথে কথা বলে দেখো, প্রেমীক: তুমি ছাড়া আমার মনে অন্য কোনো মেয়ে আসতেই পারেনা, একই বলে অন্ধ প্রেমীক,
Bangla Comedy Hasir Koutuk
6. স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করছে; স্ত্রী: আচ্ছা একটা গ্রুপে ৫০০ থেকে ৬০০ লোক আছে, তার মধ্যে মেসেজ কেবল কিছু লোকই করে, এটা কেনো? স্বামী: একটা ক্লাসে অনেক ছাত্র ছাত্রী থাকে কিনতু তার মধ্যে কয়েকজন মাত্র চালক হয়।
7. মন্টু: ভাই তোর হাত পা কে এরকম ভাঙা অবস্থায় ব্যান্ডেজ কেনো? নন্টু: আর বলিসনা ভাই গার্লফ্রেন্ডের নম্বরে রিচার্জ করতে গিয়ে এই অবস্থা, মন্টু: তুই তাহলে নিশ্চই রিচার্জের পইসা দিস নি, নন্টু: নারে ভাই যে দোকানে রিচার্জ করতে গিয়েছিলাম সেই দোকানদার ছিল আমার গার্লফ্রেন্ডের বাবা,
8. ধুদ ওয়ালারা ধর্মঘট করলে রস্তায় ধুধ ঢেলে দেয়, সব্জি বিক্রেতারা হরতাল করলে রস্তার মধ্যে সব্জি ছড়িয়ে দেয়, আর এখন দেখি রোজি ব্যাংক ধর্মঘট হচ্ছে, কিন্তু রাস্তায় একটা কাগজের টুকরো প্রযন্ত ছড়ায় না, কবে যে আক্কেল জ্ঞান হবে কে জানে,
9. একটা মাতাল বাড়ির ছাদ থেকে নিচে পড়ে যায়, সকলে ছুটে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে হয়েছে! মাতাল বলে বলতে পারছিনা ঠিক কি ঘটেছে, আমিও এই মাত্র নিচে এলাম,
10. নন্টু: পাশের বাড়ির আন্টির মেয়েকে বললো আমি ১৮ বয়স্ পার করে ফেলেছি, তোমার বয়স কতো? মেয়ে: আমিও দুই মাস হলো আঠারো বছর পূর্ণ করলাম, নন্টু: তাহলে চলো লজ্জার কি আছে; মেয়ে: কথায় যাবো!? নন্টু: আরে ভোট দিতে আবার কোথায়।
11. মাষ্টারমশাই: আচ্ছা কে বলতে পারবে? এমন কোন মহিলা আছে, যে সে ১০০% জানতে পারবে এই মুহূর্তে তার স্বামী সঠিক কোথায় আছে? নন্টে: হাত তুলে বললো স্যার আমি বলতে পারবো, এবং কিছুক্ষণ মাথা চুলকে বললো— স্যার বিধবা মহিলা, মাষ্টারমশাই: অজ্ঞান;
12. এক যাত্রী air hostess কে বললো আপনি ঠিক আমার বউয়ের মতো সুন্দর, এয়ার হোস্টেস: মুখ বন্ধ কর অভদ্র লোক; যাত্রী: এই দেখুন মুখের ভাষাও একই,
13. এক মহিমা ভোডাফোনের কাস্টোমার কেয়ারে রাগান্বিত হয়ে ফোন করে বললো, কিছু সময় যাবৎ ইন্টারনেট পরিষেবা সম্প্রসারণে বিঘ্ন ঘটছে, আমি নেট ব্যবহার করতে পারছিনা কি করবো? এভাবেতো আর চলতে পারে না! কাস্টোমার কেয়ার হৃদয়কে স্পর্শ করে এমন সুরে বললো, ম্যাডাম দুঃখিত আপনার এই অসুবিধার জন্য, যতক্ষণ না আমাদের নেট পরিষেবা সচল হচ্ছে ততক্ষণ আপনি বাড়ির কাজগুলো করে নিন,
Bangla Jokes Mojar koutuk
14. ছেলে: বাবা আমি আবার পরীক্ষায় ফেইল করেছি, বাবা: কোনো ব্যাপার না, মনখারাপ করিসনা বাপধন, তুই হলি বাঘের বাচ্চা, পরের বছর ঠিক উত্তীর্ণ হয়ে যাবি; ছেলে: বাবা তুমি ঠিক বলেছো, আমাদের স্কুলের স্যার একিই কথা বলে, বাবা: কি বলে তোর স্কুলের স্যার? ছেলে: স্যার বলে কে জানে তুই কোন জনোয়ারের বাচ্চা! প্রতি বছর বার বার ফেইল করিস;
15. একটি মেয়ের লটারিতে দশ লক্ষ টাকার ইনাম পেয়েছে, লটারীর কোম্পানি ভাবলো মেয়েটিকে সরাসরি একথা বলা উচিৎ হবে না, হটাৎ শুনে মেয়েটি যদি খুশিতে মারা যায়! তাই একজন বয়স্কো সাধু বাবাকে তার বাড়িতে পাঠালো বিষয়টি বুঝিয়ে বলার জন্য;
সাধু বাবা: ধরো যদি তোমার কোনো লটারী কোম্পানিতে ১০ লক্ষ টাকার মানি প্রাইজ লেগে যায় কি করবে তুমি? মেয়ে: বলেন কি সাধু বাবা….!
যদি তাই হয়, তাহলে আমি আপনাকে বিয়ে করে নেবো, সারাজীবন আপনাকে খুশিতে রাখবো, আর অর্ধেক টাকা আপনার নামে করে দেবো, এই কথা শুনে সাধু বাবাই খুশিতে মারা গেলো,
16. মাষ্টারমশাই নন্টুকে জিজ্ঞাসা করলো আচ্ছা নন্টু বলতে পারবি কোন পাখি উড়তে পারেনা? নন্টু: পারবো মাস্টার মশাই মাষ্টারমশাই: বল তাহলে কেমন পারিস শুনি, নন্টু: উত্তর দিল মরে যাওয়া পাখি, মাস্টারমশাই: উত্তর শুনে অবাক;
17. একজন রাস্তার পাসে বসে হতে ট্যাটু করছে, হটাৎ দেখি সে কাঁদছে, বললাম ভাই যখন ব্যথা সহ্য করার ক্ষমতা নেই, তো ট্যাটু দরকার কি, ছেলে টি বললো ভাই সাধে কি আর কাঁদছি! করিনা লেখার পরিবর্তে কামিনা লিখে দিয়েছে আমার হাতের ট্যাটুতে,
18. স্ত্রী: এই যে কি বলছি শুনছো স্বামী: হ্যাঁ বলো শুনছি, স্ত্রী: আমাদের যে পণ্ডিতমশাই বিবাহ সম্পন্ন করিয়েছিলেন তিনি মৃত্যু বরণ করেছেন, স্বামী: ভালই হয়েছে উনি যে ভুল কাজটি করেছিলেন তার ফল পেতে একদিন না একদিন তাকে মরতেই হতো;
19. একটা গ্রামে বিদ্যুৎ আসবে, তাই গোটা গ্রামবাসী খুশিতে নাচতে লাগলো, তাদের সাথে কুকুররাও ঠ্যাং তুলে নাচতে লাগলো; একজন জিজ্ঞাসা করলো তোরা নাচ্ছিস কেনো? তোদের এতো আনন্দ কিসের; কুকুর: বারে আমরা নাচবো না! কারেন্ট আসবে আর খোলা আকাশের নীচে নতুন নতুন কারেন্টের পোস্ট লাগানো হবে……
20. দারোগা: তুই একই দোকানে পর পর তিনদিন চুরি করেছিস, তোর শাস্তি কি হতে পারে তুই নিজের মুখেই বল, চোর: দারোগা বাবু এটা ঠিক যে আমি একি দোকানে তিনদিন গেছিলাম কিন্তু চুরি একটা জিনিসই করেছি, বউয়ের জন্য যে নেকলেস টা চুরি করেছিলাম সেটি তার পছন্দ হচ্ছিলনা, তাই পাল্টে আনতে হয়েছে তিনদিন ধরে;
21. নানাপাটেকারের বিয়ে হচ্ছে, সেখানে অনেক গণ্য মান্য ব্যাক্তি উপস্থিত আছে, কিছু লোক নানাপাটেকার জিকে বললো স্যার স্যার প্লিজ এরকম শুভঃ মুহূর্তে একটা ডাইলোগ বলুন আমাদের সকলের উদ্দেশ্যে, নানাপাটেকার অমনি সেই বিখ্যাত হিন্দি ফিল্মের সংলাপ টা ছেরে দিলো, “অা গায়ে সব মেরে মতকা তামাশা দেখনে”,
22. স্ত্রী: আমি যদি এভারেস্টে উঠি তুমি আমাকে কি দেবে? স্বামী: কি যে বলো পাগলের মতো, স্ত্রী: আরে বলোনা শুনি; স্বামী: কি আবার দেবো, একটু অল্প ধাক্কা,
Lateset Bengali jokes fb
23. Schooler group album er photo hate niye madam sobaike bollloEi dekh toder photo album, jokhon tora boro hobi tokhon ekhan ei photor jodu jabe America, modhu jabe London, ar ramu ekhanei roye jabe, karon se vison paji porasona korena,Ramu tokhon bollo sobai dekh amader photo album er madam aj amader majhkhane ache, amra jokhon boro hoye jabo tokhon madam sorge jabe.
24. Ekdin restaurant e gelam, giye dekhi sob couple bose ache, aktao sit faka nei, Echche kore kane phone dhore jore chechiye bollam, tatartari ai ekhanei ache deri koris na, Dekhi 1 minutes er modhye 5 ta sit faka hoye gelo.
25. Dui bondhur modhye kotha hochhe, Roni: achha joni tui tor girlfriend ke ki bole dakis, Joni: Google madamRoni: keno?Joni: Jodi prosno kori ekta uttor dey hazarta.
26. Porikkhay prosno poreche, question: ke kake dekhe anondito hoyechilo? Answer: Anonder baba anonder make dekhe anondito hoyechilo.Uttor potre uttor dekhe sikkhok behus,
27. Jokho prothom prem kori tokhon ami boltam ar amar girlfriend suntoTarpor jokhon amader bibaher sob thik tokhon amar girlfriend bolto ar ami suntamEkhon amader bibaher koyek bochor holo ekhon dujonei boli ar gota parar lok ta sone.
28. Chele: ma ma ebochor ei dokanta theke Diwalir jonno bom kinbo,Ma: akhane bom paoa jay na, eta ladies cosmetic er dokan.Chele: tahole baba tar bondhu ke bolchilo! ei dokane onek sundor sundor atom bom ache!Ma: bari chol tor babar ekdin ki amar ekdin ki.
29. Pothe dekhi ek byakti kola chal na chariye khachhe, ami bollam bhai kolar chal to chariye khao!Lokti bollo ki hoche chal chariye ami jani er vitore kola ache, onyo kichu nei.
30. Montu: tui kokhono bidyaloy jasna keno? Nontu: ke bollo! ami school to prai jai, kintu amake ber kore dey, Montu: bolis ki! Kon school nam bol? Ar ke ber kore dey tar nam bol? Nontu: Adarsho balika bidyaloy……. Montu: bujhe thak ke ber kore dey seta ar toke bolte hobena.
31. Wife: notun sari porechi kemon lagche dekhoto? Husband: mon korche tomake paser barir rambabur chade chure dei. Wife: keno erokom bolcho!? Husband: are tomake darun lagche ekdom atombom! chulei bisforon.
More: Bangla funny status