Contents
Top 20+ Bengali Love Quotes
১) দুচোখে আছে স্বপ্ন বুকে আছে ভালোবাসা
মন তোমায় খুঁজে ফেরে জানতে মনের আশা
তুমি যেখানেই থাকো সরে থাকো যতই দূরে
আমি জানি তোমাকে পাবো এ জীবনে আপন করে।
২) বুঝিনি এই জীবনটি আমার
গড়িনি কখনো সিন্ধু
ভাবিনি কে নেবে প্রেমসম্ভার
আমার প্রতিটি বিন্দু
জানিনা কি করে তোমার অন্তরে
জায়গাটি পেয়ে গেলাম
৩) ভালোবেসে ডাকলে কাছে
এতো সম্মান পেলাম
উথলে উঠলো সারা দেহ মন
বসন্ত ধরা দিল
বুঝলাম আমি প্রেমের মালাটি
তোমার হাতেই ছিলো।
Best Bangla Love sms quotes
৪) এ হল এমন এক অনুভূতি,
মানেনা নিয়ম নিতি,
টেনে নেই কাছে,
হৃদয়ের ভাঁজে নাম তাহার ভালবাসা
৫) নতুন সকাল এসেছে জীবনে
ফটাতে ঠোঁটে হাঁসি
মন নগরিতে খুসির আবেশ
বাজছে সুখের বাঁশি
৬) গ্রহ থেকে গ্রহান্তরে তীক্ষ্ম ধাবমান
সুন্দরী তোর রক্ত জুড়ে আমার নভোযান
নদীর বুকে কল্লোলিত বাতাস ভরা মোহ
সুন্দরী তুই অরণ্যেতে পাতার সমারোহ
তোর সে চিরদিনের দেহ বাজছে রিনিঝিনি
সুন্দরী তুই স্বপ্নে আমার বিশাল পক্ষিনী
সুন্দরী তুই তীক্ষ্ম এক ধ্বনির সঙ্গীতে
আমার হাতে উদ্বেলিত গ্রীষ্ম আর শীতে
৭) তোমার অই মিষ্টি ঠোঁটে
ফুটেছে কি আজ হাঁসি
পড়েছ কি ছখে কাজল
পড়েছ তুমি শাড়ি
৮) আমি প্রাণহীন ভেবে নিশিদিন
প্রেমের কবিতা লিখিনি
সারাদিন ধরে ঝরেছি অঝোরে
আমার মানসী চিনিনি
তোমাকে ছুঁয়েই জীবনটা হোক
সুরে সুরে সুরোলিত
মনে মনে গাই ভালোবাসার গান
তোমারই সুরালকিত
৯) আলো আঁধারে খুব নীরবে
আমি পার্থনা করে যাই
ঝরা বর্ষায় আমার আঙিনায়
যেন তোমার দেখা পাই
১০) তুমি পাশে আছো সর্বদা
তবু দেখতে পাইনি দৃষ্টি নেই
আমার সে দোষ নয় এতটুকু
তুমি সে চোখ দাওনি
সব দোষারোপ তাই তোমাকেই
কারণ অভিমান বুঝবে কে
সোজন ছাড়া কি রাগ রোশ করা
অন্য কারোর কাছে সাজে
১১) কপালে তোমার একটু আদর
একটু আমার অধিকার
তোমার হাসিতে মুগ্ধ আমি
এই অনুভূতি গুল ভালবাসার
১২) তুমি আমার হবে বোলে
বৃষ্টির গানে থাকে গন্ধ
তোমার ছোঁয়া এনে দেয়
আমার প্রানে নতুন ছন্দ
১৩) ভীষণ ভালো সুন্দর তুমি
অজানা কোন খানে
কোথায় তুমি লুকিয়ে ছিলে
কিসের অভিমানে
জুড়িয়ে জ্বালা পরিয়ে মালা
তোমার অনুরাগে
হয়তো তুমি পরতে দিতে
আমায় অনেক আগে
১৪) আমার স্মৃতিতে খুব গভীরে
শুধু তুমি আছো মিশে
থেকো পাশে খুব কাছে
আগলে রেখো আমাই বুকে
Roamantic bangla love sms
১৫) করবীর বনে বিনে তুলতে যে ফুল
এক মনে নির্জনে শিউলি বকুল
কেউ তো দেখেনি ওই সুনীল আকাশ
আর ওই বাগানের ভীরু উচ্ছ্বাস
তুমি আমার প্রভাতের একরাশ আলো
গোলাপের পাপড়ির মত নিরলস ভালো
ফাগুনের বসন্তে রাঙা পলাশ শিমুল
তুমি আমার প্রভাতের একরাশ ফুল
১৬) তুমি আমার হবে বোলে
দেখে যাই আমি স্বপ্ন
লিখে যাই শত কবিতা আমি
শুধু তোমারি জন্য
১৭) কোন কাননের ফুল গো তুমি
কোন শ্রাবণের ধারা
আজ আমাকে খেপিয়ে বেরাও
কোন ভাঙনের পারা
তোমার প্রতিটি বিন্দু ধারায়
সোহাগের বুলবুলি
উড়িয়ে দিচ্ছে ফিরিয়ে দিচ্ছে
বসন্ত দিন গুলি
১৮) থাকব আমি ভালোবেসে
আজ থেকে অনন্তকাল
রবে তুমিকাছে আগুলের ভাঁজে
হতে দেবনা চোখের আড়াল
১৯) আমার শত বারণে তোমার কারনে
কাঁদছে বোবা মন
শুনছেনা কোন কথা
পাচ্ছি শুধু ব্যাথা
তোমায় ভেবে অকারন
২০) পাখির খাঁচায় বন্দি জীবন
ময়ূর পেখম তুলে
তোমার অনুভূতির স্পর্শ
সকল দূয়ার খোলে
কখন তুমি মন পথ দিয়ে
ঢুকলে যে একা একা
সেই তো আমার তোমার সাথে
প্রথম হলো দেখা
২১) এই পৃথিবীর অথেই সাগরে তুমি কে তা জানিনা
সত্য দিশারী প্রেমের ভিখারী পাগল অতিথী কিনা
ব্যথার মেলায় গেথেছি তোমায় মনে পরেনাকো মুখ
শুধু মনে পরে পাষাণ উপরে এঁকে গেছো কিছু সুখ
কালিমা মেখেছি তবুও রেখেছি স্বপ্নের মধু ছবি
সারা রাত ধরে মন মন্দিরে কাটিয়েছি তোমায় ভাবি
Hope all of you like these collection of bengali love sms quotes status
আরও পড়ুন>>
ইমোশনাল স্ট্যাটাস ক্যাপশন উক্তি
কষ্টের স্ট্যাটাস Emotional উক্তি Sad আবেগি মন স্ট্যাটাস
বাংলা রোমান্টিক সাইরি Best দুঃখের শায়েরী
অসাধারণ লেখা, আপনার লেখাটি অনেক ভালো লেগেছে । সত্যি আমি লেখাটা পরতে পেরে অনেক খুশি হয়েছি । আশা করছি সামনে আরো মজার কিছু দেখবো। ধন্যবাদ পোষ্ট শেয়ার করার জন্য ।