Bangla Koster Status ফেসবুক স্ট্যাটাস আবেগি মন Sad Sms

Are you looking for Bangla Koster status and do you want to share your emotions with others? If you do not understand how to express your sad feelings! Then you have entered the correct website. Here you will find the perfect emotional কষ্টের স্ট্যাটাস sad words and Koster status ( Bangla: কষ্টের আবেগি মন স্ট্যাটাস) as you wish.

Koster-Status-Bangla

Emotion is a condition of feeling that arises spontaneously without any conscious effort. And then the soul is lost in the unknown. All the feelings of distress of the people are beautifully arranged here, so do not have to visit any other website.

Koster Status Bangla Sms

1. খুব জানতে ইচ্ছে করে কেউ কি আমার অজান্তে আমাকে খোঁজে,
কেউ কি আমার মনের নাবলা শব্দ গুলোর ভাষা বোঝে;

2. আমরা সবাই মিথ্যুক, ভালো না থাকলেও বলি ভালো আছি,

3. মানুষের মধ্যে মন নামক জিনিসটা একটি অদৃশ্য বস্তু, তবুও এটিকে বোঝার জন্য অনেক সাধনা করতে হয়,

4. জীবন শূন্য থেকে শুরু হয়েছিলো, আজ আবার সেই সেই শুন্যতেই ফিরে এলো;

5. আমি তোমার মনের মতো হতে পারিনি কারণ, তুমি আমার মনের মতো নও;

6. জীবন মানে অনিচ্ছার সত্যেও মিথ্যা হাসি হাসতে হবে, বাঁচতে ইচ্ছে না থাকলেও নিজের জন্য বাঁচতে হবে,

7. তোমাকে ভুলে যাওয়ার জন্য, তোমার প্রতি মনে ঘৃনা সৃষ্টি করার জন্য, তোমার খারাপ দিক গুলো মনে করার চেষ্টা করি, জানো তখন আরও বেশি ভালোবেসে ফেলি, তোমাকে ভোলা হয়তো সহজ নয়, তবু বৃথা চেষ্টা করি;

8. অর্থের সঙ্গে ভালোবাসার এক গভীর সম্পর্ক, অর্থ না থাকলে ভালোবাসা শূন্য,

9. একবার নয়, আমি বার বার ভালোবাসায় বিশ্বাসী, তাই আমার কাছে ভালবাসার কোনো শেষ নেই;

10. পুরুষ তুমি ব্যর্থ, যদিনা নারীর চোখের ভাষা বোঝো, নারী তুমি অবুঝ যদিনা পুরুষের চরিত্র বোঝো;

12. প্রেমেতো সবাই পড়ে, কিন্তু করার মায়ার প্রেমে পড়ে দেখো কথা দিচ্ছি বেরিয়ে আসতে পারবে না,

13. কথায় কথায় বলতে, তুমি আমি দুজনে চাঁদে বসতি গড়বো, ভরা জোছনায় ভালবাসার স্বর্গ স্থাপন করবো, যদি দুঃখ আসে উজ্জ্বল তারা হয়ে মহাকাশের বুক চিরে পৃথিবীতে ঝরে পড়বো; কিন্তু সে সবই শুধু কথার কথা,

14. আমাদের স্বপ্ন গুলো এক, আমাদের ইচ্ছে গুলো এক, আমাদের চাওয়া পাওয়া গুলো এক, আমদের মনের কথা গুলো একে অপরের সঙ্গে মিলেমিশে যায়, কিন্তু বাস্তবতায় তোমার আমার গল্পঃ গুলো ভিন্ন;

নতুন কষ্টের স্ট্যাটাস

15. ভালোবাসা, তোমাকে আমি আর ধরে রাখার বৃথা চেষ্টা করবোনা, তোমাকে আজ মুক্ত করে দিলাম, তুমি যদি আমার হও, তাহলে শত মানুষের ভিড়ের মধ্যেও তুমি ঠিক আমাকে খুঁজে নেবে;

Sad-আবেগি-মন-স্ট্যাটাস

16. যাকে ভালোবেসে অনেক দূরে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পারি দেবে ভাববে, দেখবে সেই তোমাকে মাঝ পথে ছেড়ে দিয়ে চলে যাবে;

17. এমনও কিছু সম্পর্ক মানুষের জীবনে আসে যে সম্পর্ক ভালোবাসা, মায়া, দয়া, স্নেহ দিয়ে পরিপূর্ন থাকে, তবু সে তবু সে সম্পর্কে কে ভুলে যেতে হয়;

18. আমি একটু অন্য টাইপ, যেটা কখনো হবে না সেটা নিয়েই কেনো জানি ভাবতে ভালো লাগে;

19. জীবন একটা মজার জিনিস তাই মজা করো, কিন্তু মজা করা আর ছোটো করা দুটোর পার্থক্য আমি বুঝি,

20. তোমার ব্যথা বুঝি, তোমার কান্নার মানে বুঝি, তোমার উদাস মনের দুঃখ বুঝি, আমাকে পেলে তুমি অনেক খুশি থাকবে আর তোমার জীবনের শুন্যতার অনেকটা জায়গা পূর্ন হবে এটাও বুঝি, আমি সব বুঝি, কারণ আমি যে তোমাকে বুঝি, কিন্তু কি করবো বলো আমি যে অসহায়,

21. ও আমাকে ভুল ভাববে না তো’ মানুষের মধ্যে এই ভয়টা সবসময় বাস করে;

22. জীবনের পথ বেয়ে চলতে চলতে হটাৎ যেদিন থমকে যাবে, পিছু ফিরে তাকিয়ে দেখো হাজার স্মৃতি ছড়িয়ে আছে;

23. অতীত গুলো হলো সত্য, কল্পনা গুলো হলো ভবিষ্যত; বর্তমান হলো এই দুইয়ের সংমিশ্রণের এক সুক্ষ চিন্তা,

24. তুমি তোমার ভালোবাসা যতো মন প্রাণ উজাড় করে প্রকাশ করার চেষ্টা করবে তুমি ততো সস্তা হয়ে যাবে;

আবেগি মন স্ট্যাটাস

25. মাঝে মাঝে মনে হয় মনে মনে যতো রাগ, আর অভিমান তোমার জন্য জমা হয়েছে, একবার তোমার সাথে দেখা হলে সব শোধ করে নেবো;

26. হারিয়ে যাওয়া মানেই কি সব শেষ, আমার কাছে হারিয়ে যাওয়া মানে নতুন করে খুঁজে নেয়ার প্রচেষ্টা; বিচ্ছেদ মনেই কি দূরত্ব, নাকি পুরনো ভুল গুলোকে শুধরে নেয়ার আহ্বান,

27. আমার ভীষন ভয় হয় জীবনকে নিয়ে, সারাজীবনই কি এই রকম করে একাকীত্ব আর ডিপ্রেসন নিয়ে জীবনকে বয়ে যেতে হবে;

28. কিছু কিছু সম্পর্ক টিকিয়ে রাখতে অনবরত নিজের সঙ্গে লড়াই করে যেতে হয়, এক প্রকার নিজেকে ফাঁকি দেওয়ার মতো,

29. আমি কারো নই, কেউ আমার নয়, আমি শুধুই একান্ত আমার,

30. মানুষের অতীত নিয়ে তাকে বিচার না করে, সে অতীত থেকে কি শিক্ষা পেয়ে নিজেকে কেমন ভাবে পরিবর্তন করতে পেরেছে সেটা বিবেচনা করা উচিত;

31. অপেক্ষা নামক শব্দটা জীবন থেকে কিছুতেই সরে যেতে চায়না;

32. কল্পনা আমি তোমাতেই বাঁচতে চাই, কারণ ভেবে দেখেছি, কল্পনা তুমি সত্যি হও বা না হও সুখ কেবল তোমাতেই পাই;

33. তুমি কতটা ভালোবাসো এটা তাকে যদি বোঝানোর চেষ্টা করো তাহলে হাজার চেষ্টা করেও তুমি ব্যর্থ হবে, কারণ ভালোবাসা তো এক অনুভুতি যা মানুষের বুঝার বাইরে, এটাকে শুধু অনুভব করে নিতে হয়;

কষ্টের ফেসবুক স্ট্যাটাস

34. মনে মনে অনেক কথা জমানো আছে, কিন্তু এই ভিড়ে ভরা পৃথিবীতে সবাই ব্যস্ত, কাকে বলবো মনের কথা, কেউ শুনতেই চায়না;

ইমোশনাল-স্ট্যাটাস-উক্তি-koster-sms

35. তুমি যদি মানুষের কুৎসিত মুখ দেখে চোখ ফিরিয়ে নাও, তাহলে তুমি হয়তো একটু ভুল করবে, কারণ কুৎসিত মুখেও সুন্দর মন বাস করে;

36. অনেক সময় আমরা নিজের অজান্তেই নিজেকে দুঃখ দিয়ে ফেলি; যার দায় শুধু নিজেরই;

37. জীবন একটি বৃত্তের ন্যায়, যেখানে কোনো শীর্ষ, কোন ও সরলরেখা নেই;

38. ভালোবাসা হয়তো ততদিনই সুন্দর যতদিন সেটা অপ্রকাশিত থাকে,

39. বিশ্বাস করো তোমার হতে খুব ইচ্ছে করে, কিন্তু কি যেনো একটা অজানা কারণ সর্বদা অনেকেই গ্রাস করে থাকে;

40. মানুষের মধ্যে যদি দুটো মন থাকতো ভালো হতো, একটা ভাঙলে অন্যটা দিয়ে কাজ চালিয়ে নেয়া যেতো;

41. যে ভালবাসা গুলো তার পূর্ন্যতা পায়না, সেই ভালবাসা গুলো সত্যি ছিলো;

42. ভালবাসা চিরস্থায়ী করতে পর্যাপ্ত ভালবাসা ছাড়া আর কোনো বিকল্প উপায় নেই;

43. কোনো এক সময় অপরিচিত ছিলাম, তার পর পরিচিত হলাম, এখন আবার অপরিচিত গেলাম;

44. যখন থেকে তুমি মানুষ চিনতে শিখে যাবে, তখন তুমি ভীষন একলা হয়ে পরবে,

45. হাজার রাগের চেয়ে একটা অভিমান মানুষকে বেশি দুর্বল করে দেয়;

46. কোনো একজনের মুগ্ধতায় মন হারিয়ে গেলে পৃথিবীর আর অন্য কোনো সুন্দর্যের প্রতি আগ্রহ থাকেনা;

47. আমরা সবাই খুশিকে খোঁজার জন্য ছুটি, তাই দুঃখ গুলো পিছন থেকে তাড়া করে;

48. কোনো কোনো সময় প্রিয় মানুষটির সাথে অনেক কথা বলার পরেও যেনো মনে হয়, কি যেনো একটা কথা বলা বাকি থেকে গেলো,

আবেগী কষ্টের স্ট্যাটাস SMS

49. ভালবাসার অন্তরালে লুকিয়ে থাকে ছলনা, যেটা বুঝতে অনেকটা সময় লেগে যায়;

50. তোমার ভাবনায় এতটাই বিভোর ছিলাম’ যে, আমার অন্যান্য ভালো লাগাগুলোকেও গলা টিপে হত্যা করেফেলেছি নিজের অজান্তেই;

51. ভেবেছিলাম তুমি হয়তো আমার অভিমানের কারণ গুলো বুঝবে,

52. অজস্র কথার মধ্যে কিছু কিছু কথা সত্যিই মনকে দোলা দেয়,

53. আমি ভালোবেসেছিলাম বলেই তুমি ভালোবেসেছিলে, এতে তোমার কোনো দোষ নেই, আমার দুঃখের কারণ আমি নিজেই, এতে তোমাকে দোষী করবোনা, যাও তোমাকে মুক্ত করে দিলাম,

54. দুঃখ আমাকে আর দুঃখ দিতে পারবেনা, আমি দুঃখের সাথে বন্ধুত্ব করে নিয়েছি;

55. যে মানুষটা অল্পতেই খুশি হয়, সেই মানুষগুলো অল্প আঘাতেই অনেকটা কষ্ট পায়;

56. প্রেম সর্বদা সুন্দর হয়,

57. জন্মেছ যখন মরতে হবে, সকলের মৃত্যু অনিবার্য, যদি এই কথাটা মনে রাখা হয় তাহলে জীবন কতো সহজ মনে হবে;

আবেগি মন Sad Status

58. বিশ্বস্ততা তখনি বৃদ্ধি পায় যখন প্রেম আবেগের চেয়ে বেশি শক্তিশলী হয়;

59. প্রতিটি সত্য এবং গভীর ভালবাসার পিছনে অনেক ত্যাগ লুকিয়ে থাকে;

60. দিনের মধ্যে তোমাকে একবার মনে করি, আর সেই চিন্তা 24 ঘণ্টা আমার মানে স্থায়ী থাকে;

61. প্রেম মানেই মনে হাজার প্রশ্নের আনাগোনা, যেখানে উত্তর সংখ্যা খুবই কম থাকে;

62. যখন মানুষ প্রেমে পড়ে তখন সে ভুলে যায় যে সে আগে কিরকম ছিল;

63. যারা গভীর ভাবে ভালবাসে তারা অল্প বসেয়েই মারা যায়, তাদের বৃদ্ধ হওয়ার প্রয়োজন পড়ে না;

64. ভালোবাসার শুরুটা হয়তো সবারই সুন্দর হয়, কিন্তু শেষটা হয় অগোছালো এলোমেলো ভাবে;

65. একমাত্র প্রেমই আমাদের শিখিয়ে দেয় যে আমরা যতই শক্তশালী হইনা কেন আমরা একলা বাঁচতে পারিনা,

66. ভালোবাসার শেষে পড়ে থেকে হাজার প্রশ্ন, আর অভিযোগ

67. প্রেম সমস্ত আবেগ গুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী, এটি মাথা, হৃদয় এবং পঞ্চ ইন্দ্রিয়কে একসাথে আক্রমণ করে;

68. কখনও কখনও তুমি যতোই হৃদয় থেকে কথা বলার চেষ্টা করনা কেনো, কথা গুলো কেবল তোমার মনের সত্যিকার অর্থকে বোঝাতে সাহায্য করবে কিন্তু বর্ণনা করার জন্য কখনোই যথেষ্ঠ নয়;

69. প্রেম হলো একটি চারা গাছের মতো, প্রথমে এটিকে রোপণ করতে হবে এবং লালন পালন করতে হবে, এবং ফুল না ফোটা পর্যন্ত স্নেহের আচ্ছাদনে রাখতে হবে;

70. জীবন একটি চিত্রাঙ্কন শিল্প যেখানে রবার ব্যবহারের কোনো উপায় নেই,

71. বেচেঁ থাকার কারণ আছে, তাই সব কিছুকেই সহ্য করে নিতে পারি;

72. জীবন শব্দটা খুব গভীর, তাই এটিকে বর্ণনা করার চেষ্টা করা বৃথা, আমি কেবল এটিতে বাঁচতে চাই;

73. মাঝে মাঝে পৃথিবীর সেরা ও সুন্দর জিনিস গুলো দেখা বা শোনা যায় না, এগুলোকে অনুভব করে নিতে হয়;

ভালোবাসার কষ্টের স্ট্যাটাস

74. আমার নীরবতা আমার ব্যথার আরেকটি শব্দ।

75. একমাত্র আমার বেদনা গুলোই আমাকে মনে করিয়ে দেয় যে আমি এখনো বঁচে আছি

76. এমন একটা সময় আসবে যখন আপনি আপনার ভালোসাকে কবিতা, প্রতিশ্রুতি, আবেগ, অনুভূতি কোনো কিছুর দ্বারাই প্রমান করতে পারবেন না, কেবল সময় ও ধৈর্য এটি প্রমান করবে,

77. যদি হৃদয়ের ব্যাথা গুলো ফিরিয়ে দেয়া যেত, তাহলে তুমি বুঝতে পড়তে প্রিয়, যে তুমি আমাকে কতটা আঘাত দিয়েছো;

78. তোমাকে মিস করা ব্যথা গুলো আমার আনন্দে পরিণত হতো, যদি আমি জানতাম তুমিও আমাকে মিস করছ।

79. হ্যাঁ, আমি আগের থেকে অনেক বদলে গেছি, আসলে কষ্ট মানুষের জন্য তাই করে;

Bangla Sad Quotes Alone Status

Mon Kharap Status Quotes

Scroll to Top