Are you looking for fb sad caption in Bengali font? Here you will find new bangla fb sad caption. With which you can easily express your feelings to others very easily.
Contents
Top FB Sad Caption Bangla
Moner kone megh jomeche
buke vison jhor
Bristi holei bojha jabe
ke apon ke por
“মনের কোণে মেঘ জমেছে
বুকে ভীষণ ঝড়
বৃষ্টি হলেই বোঝা যাবে
কে আপন কে পর”
Tumi jano ki tomake sajiye rekhechi ei mone
joto sopno enke chilam rekhechi hridoye onek jotne
“তুমি জানো কি তোমাকে সাজিয়ে রেখেছি এই মনে
যতো স্বপ্ন এঁকে ছিলাম রেখেছি হৃদয়ে অনেক যত্নে”
Ami nijekei nije harai bhalobese
jokhon tumi mayabi hat rakho kache ese
“আমি নিজেকেই নিজে হারাই ভালোবেসে
যখন তুমি মায়াবী হাত রাখো কাছে এসে”
Ajo tomay khuji, jokhoni duchokh buji
ashay ajo banchi, asbe fire mon majhi.
আজও তোমায় খুঁজি, যখনি দুচোখ বুজি
আশায় আজও বাঁচি, আসবে ফিরে মন মাঝি,
Chile tumi jokhon kache jibone chilo kolorob
Janina ki karone aj bhule gele kotha sob
ki kore thaki ami tomake chara
smritira pichu dake duchokh gum hara
ছিলে তুমি যখন কাছে জীবনে ছিলো কলরব
জানিনা কি কারণে আজ ভুলে গেলে কথা সব
কি করে থাকি আমি তোমাকে ছাড়া
স্মৃতিরা পিছু ডাকে দুচোখ ঘুম হারা
Jokhon tare chute gechi diye premer sur
chaya hoye se sore gechr dur bohudur
alo bhebe jake ami jele gechi dhele pran
konodin deyni se amar premer protidan
যখনি তারে ছুঁতে গেছি দিয়ে প্রেমের সুর
ছায়া হয়ে সে সরে গেছে দূর বহুদূর
আলো ভেবে যাকে আমি জ্বেলে গেছি ঢেলে প্রাণ
কোনোদিন দেয়নি সে আমার প্রেমের প্রতিদান
Sad Fb Caption In Bengali Fot
Boroner mala jake bhalobese poralam
Hasi ar kannay tar sathe joralam
বরণের মালা যাকে ভালোবেসে পড়ালাম
হাসি আর কান্নায় তার সাথে জড়ালাম
Biroher angonete kande mon bhalobese
Keno se kotha diye chole gelo obosese
বিরহের আঙনেতে কাঁদে মন ভালোবেসে
কেনো সে কথা দিয়ে চলে গেলো অবশেষে
Kokhono jodi ami hariye jai manuser shohore
tumi ratri hoye khuje nio roibo trader vire
কখনো যদি আমি হারিয়ে যাই মানুষের শহরে
তুমি রাত্রি হয়ে খুঁজে নিও রইবো তারাদের ভিড়ে
Ami vison eka keu nei jibon pothe
Achi sudhu ami amar sathe
ichhe gulo sob aaj elomelo
sudhu ami jeno agochalo
আমি ভীষণ একা কেউ নেই জীবন পথে
আছি শুধু আমি আমার সাথে
ইচ্ছে গুলো সব আজ এলোমেলো
শুধু আমি যেনো অগোছালো
Duti pran dui dike janina ki karone
tobu keno tomake bare bare pore mone
দুটি প্রাণ দুই দিকে জানিনা কি কারণে
তবু কেনো তোমাকে বারে বারে পরে মনে
Tumi chara jiboner kichu nei dam
moron amar seh porinam
Prithbir joto sukh joto ayojon
tumi chara nei kichu proyojon
তুমি ছাড়া জীবনের কিছু নেই দাম
মরন হবে জানি শেষ আমার পরিণাম
পৃথিবীর যত সুখ যত আয়োজন
তুমি ছাড়া নেই কিছু প্রয়োজন।
Bhule thaka sohoj noy, kintu bhule thaka kothin kichu noi.
ভুলে যাওয়া সহজ নয়, কিন্তু ভুলে থাকা কঠিন কিছু নয়;
Best Bangla Sad Caption For Fb
Bedonay dheke geche moner akash
anondo hasi gaan hariyeche rat
jhora ful dheke geche akul hridoy
elomelo vabonay nirasar nilimay
olira aj bhule geche rangano poth
khuje fere mon tomar bhalobasa
বেদনায় ঢেকে গেছে মনের আকাশ
আনন্দ হাসি গান হারিয়েছে রাত
ঝরা ফুলে ঢেকে গেছে আকুল হৃদয়
এলোমেলো ভাবনায় নিরাশার নীলিমায়
অলিরা আজ ভুলে গেছে রাঙানো পথ
খুঁজে ফেরে মন তোমার ভালোবাসা”
দুজনার মুখে কোনো কথা নেই
বসন্ত এসেও ফিরে গেছে নিজেই
রজনী গন্ধা রজনীর আলো চায়
লাজে রাঙা নিশির প্রহর ফুরায়”
“বুঝিনি এতো প্রেম এতো ছিলো অভিমান
দিতে পারিনি শুধু ভালোবাসার প্রতিদান
বুঝিনি হৃদয়ের এতো কাছে ছিলে
সে তিথী মুছে দিয়ে দূরে যাবে চলে
যতো তোমাকে ভুলতে চাই
নয়ণ ততোই খুঁজে বেড়ায়”
“ভাবিনি কোনোদিন তোমাকে পাবো
দূর থেকে তোমাকে ভালোবেসে যাবো
ফিরে পেতে চায় মন আশায় কাটে লগন
সেই মধুর স্মৃতি ভােলা যায় না”
“চোখের জলে স্বপ্ন নিয়ে শূন্য মনে আছো স্মৃতি হয়ে
ফাগুনের বুকে ভালোবাসার ফুল ফুটে ঝরে যায়
জোছনা রাতে একা কেঁদেছি
আমার মনের কথা আমি শুনেছি”
“খুশির জোয়ারে বলিনি কখনো
দিতে হবে আমায় সান্তনা এখনো
গভীর অরণ্যে অন্ধকারের মাঝে
সে এক ইতিহাস রেখে গেছে”
“ফেলে আসা দিনে পলাশের বোনে
ধীরে ধীরে ভালোবাসা জ্বলেছে ফাগুনে
ফাগুন বিহীন আমি কোথাও কিছু নাই
তোমারি মাধুরী আমি ছড়াতে ছড়াতে যাই”
“অগোচরে মনে পরে যদি আমাকে
আমি আছি কাছাকাছি প্রেমের বিপাকে
আবার নতুন করে আসবো আমি ফিরে
ভালোবাসা দিয়ে যাবো থাকবোনা দূরে
স্বপ্ন গুলো ভেঙ্গে গেলো স্বপ্ন বিহীন তাই
চোখ দুটো খুলে দেখি কাছেতে তুমি নাই”
“প্রলয়ের উৎসবে যদি সে ফিরে আসে
মরন কে জয় করে থাকবো তার পাশে
হারিয়ে আমাকে যে দুচোখে জল এনেছে
তবু কেনো তার ছবি মনের মধ্যে ভাসে”
“ফাগুন বাতাস লেগেছিল তার গায়ে
পলাশ মঞ্জরী রেঙেয়েছিল তাকে পেয়ে
গোধূলী শেষে সাঁঝ পাখি ফেরে ঘরে
কাছে নেই সজন তাই মন কেমন করে”
Bangla FB Sad Caption hurt in love.
মনের কান্না ঢেকে খুশি আমি পেতে চাই
যে মুখ হারিয়ে গেছে তার হাসি কোথা পাই
ভেবে যাই আমি দিবস রজনী তার কথা
মনে হয় কবি হবো এবার লিখবো কবিতা”
“তোমার কথা ভেবে ভেবে
স্মৃতির জোনাকী জ্বলে নেভে
পরে আছে খোলা খামে
তোমার চিঠী আমার নামে
আসবেনা আর ডাক পিয়ন”
“রঙিন স্বপন দেখে সোনার আলো থেকে
একদিন তুমি বলেছিলে
পলাশ মঞ্জরী হয়ে মন ময়ুরী
আমার প্রিয়জন হিয়েছিলে
হাজার কাজের ভিড়ে যখন আমি বসে থাকি
ভাষা মেঘে চেয়ে দেখি বাঁসা ভাঙা কোন পাখি
আমায় দিয়ে গেলো ফাঁকি”
“আজও এ ঘর ফুলের মতো তোমার সুবাসে”
“মুখে রাখি সর্বদা হাসি ধরে
হাসির মুখোশ থাকি পরে”
“দিন এগিয়ে চলে মনের দুয়ার খুলে
মনের মানুষকে আঁকড়ে ধরে”
“ভাসা নৌকায় দুটি জীবন ছিলো ভেসে
সুখ আর আনন্দে সময় কেটেছিল হেসে
রঙিন স্বপ্ন ছিল তার মিলনের দিন
স্বপ্ন বিহীন জীবন দেখেনি কোনোদিন
প্রেম ভরা জীবন ছিলো হৃদয় জুড়ে
কোথা থেকে ঝড় আবার এলো উড়ে”
“ভাবিনি কোনোদিন ভুলে যাবে একদিন
প্রেমের ফুল ফোটা রঙে রঙে ভরে ওঠা
এজীবন অভিশাপে হবে মরুভূমি
হারিয়ে জীবনে আমি দেখি আমি স্বপনে
মনের কান্না গুলোর কারণ তুমি জেনে”
“অচেনা মানুষ সে ছিলো অচেনা
স্মৃতির পাতায় শুধু আজ সে চেনা”
“প্রেমেকে তোমার এই বুকে ধরে
চোখের জল শুধু গেছে ঝরে
কতো রাত গেছে নিদ্রাহীন
দেখে স্বপ্নকে হয় অন্তরীণ”
“যদিও কখনো ভুলে দেখে ফেলে তোমাকে নয়ন
তখনি গোপনে হয় শান্ত হৃদয়ে আমার রক্তক্ষরণ
কেনো দুঃখ পাবো কোনো কারণ তো নেই
আমার ভালো থাকায় কারোর বারণ তো নেই”
“আগে যদি জানতাম মন ভেঙ্গে তুমি চলে যাবে
আসবে না আর কখনো ফিরে
তবে নিজেকে সাজাতাম আর এভাবে
তোমার হাতের অলঙ্কারে”
Bangla Sad Fb Poetry Caption
“অন্য খাচায় বন্দী পাখি আমার খাচা ছেড়ে
কি দোষেতে চলে গেলো আমায় একা করে
সুখের আশা দিয়ে পাখি দিলো শুধু ফাঁকি”
“কি অপরাধে তুমি ছেড়ে গেলে আমায়
পুরনো দিনের স্মৃতগুলো আজও কাদায়
কেনো এসে চলে গেলে দূরের মানুষ হয়ে
অচিন দেশে পাড়ি দিলে প্রেমের পথ বেয়ে”
“ভাবি যতো দিন পার হবে
স্মৃতিরা ততো দূরে যাবে
থেকে থেকে কেন স্মৃতিরা কাদায়
বেদনার সাগরে কেনো যে ভাষায়
স্মৃতিরা কিছুতেই যায়না সরে
আরও বেশি যেনো আঁকরে ধরে”
“ঝরা পাতা হয়ে ছড়িয়ে যাবো
ধূলোমাখা পথে পরে রবো
তোমার দুচোখ থাক আলোয় ভরা
আমি নয় থাকবো হয়ে রাতের তারা
একা একা রাত জেগে যে রই
হৃদয়ে হৃদয়ে কথা যে কই”
“কিছু অনুভূতি উরে হওয়াই
কিছু বাঁচে ভুলে থাকায়
কজন আর বোঝে এই নীরবতা
কেইবা খুঁজবে মনের ব্যাথা
ইচ্ছে গুলো খুঁজে পায়না ঠিকানা
ভাবনা গুলো হয় আনমনা
বোবা এই হৃদয় কাঁদে পিছুটানে
নিজের খেয়ালে শুন্যতা আনে
তাই অবেলায় যখন অসহায়
চাই তোমাকে প্রতিবার
দেখে যাই স্বপ্ন বাঁচার
ভালোবেসে ফেলি আবার”
See more বেস্ট DP ক্যাপশন Instagram