New collection of Bengali Shayari that touched your heart. Easily express your innermost thoughts to your loved ones with these Bangla love Shayari. Human life is spent in sorrow and joy, Our lives are spent in sorrow and joy, And there is some Poetry that helps us to survive.
So, today you will find in this post, Bengali Shayari বাংলা ভালোবাসার শায়েরি related all things, As like
Bangla latest Shayari; Best Shayari in Bengali font; Romantic Bangla Shayari status; Heart touching sad Shayari in the Bengali language; Bangla love romantic new shayari with photo; Bengali Status Shayari for boyfriend and girlfriend.
Contents
68 Of The New Bengali Shayari
1. মনের সাথে মন মেলাতে লাগে দুটি হৃদয়
হৃদয়ের সাথে হৃদয়ের পরিচয়ে হয় প্রেম-প্রণয়
অন্তর হয় আরো কাছের শুভ্র ভালোবাসায়
মুখের কথা ফুটে উঠে না বলা চোখের ভাষায়
2. বন্ধু তোমার সাথে হলে কথা দিনটা কাটে ভালো
তুমি আমার জীবন জ্যোতি আঁধার রাতের আলো
তোমার কথা ভেবে ভেবে কতো কবিতা লিখি
মনের খাতায় স্মৃতির পাতায় শুধু তোমায় দেখি
3. তোমার প্রেমের আলতো ছোয়ায় সুখের স্বপ্ন বুনি
মনের আঙিনায় বারে বারে শুধু তোমায় খুজি
মেঘের দেশে যাবো ভেসে তুমি যদি থাকো পাশে
রংধনু রং ছড়িয়ে দেবো তোমার মনের নীল আকাশে
জ্বলবো আলোর প্রদীপ হয়ে অন্ধকারে তোমার ঘরে
সেই আলোতে দেখবো আমি তোমায় আমার দুচোখ ভরে
4. ছোট্ট এই মন কখনো কখনো চোখে অনুরাগের পত্র লেখে
গোপন সে ভাষা বুঝতে হলে দেখতে হবে চোখে চোখটি রেখে
চোখে চোখ রেখে কথা না বলে মন টাকে কেরে নেবো
বিনিময়ে তার দুহাতে আমার হৃদয় তুলে দেবো
5. তুমি কি বোঝোনা কেনো আকাশের নীচে
বার বার এই পৃথিবীতে আসা যাওয়া
মানুষ মানুষেই হয় ভালোবাসা বাসি
হৃদয়ের সাথে হৃদয় মেলাতে চাওয়া
আমি এই হৃদয় রেখেছি তোমার হাতে
আমি বাঁচি শুধু তোমারই কামনায়
আমার যা কিছু সুখ যতো ভালোলাগা
তোমার মায়া ভরা স্নেহ ভালোবাসায়
Bangla love Bengali romantic photo
6. ফুল গুলো সব আড়াল থেকে করে করুক কানাকানি
তোমার আমার গোপন কথা হোয় হোক জানাজানি
এতো লজ্জা করো কেনো এমন তোমার ভাবটা যেনো
তুমি একাই ভালোবাসো কেউ যেনো আর বাসেনা!
ফাগুন বেলার আগুন ছাড়া মন যেখানে আসেনা
ছোট ছোট বাংলা নতুন শায়েরী
7. দেখবো চোখে চোখ রেখে করবো মনের বিনিময়
তুমি আমি উদাস হয়ে হারিয়ে যাবো নীলিমায়
তোমার জন্য আমার জন্ম আর এই পৃথিবীতে আসা
উজাড় করে দিয়ে যাবো আমার মনের ভালোবাসা
8. আমার অনেক আপন তুমি বন্ধু বলে ডাকি
তুমি যখন দাওনা সারা একলা চুপ থাকি
তোমার কথায় জাদু আছে মিষ্টি মধু ভরা
বিধাতার দান তুমি ভালোবাসায় গড়া
9. তোমার চোখের গোপন ভাষায়
আমার কবিতা প্রাণ ফিরে পায়
তুমি কি তা জানো?
গোলাপ ফুলের গন্ধ ছড়ানো
কণ্ঠে তোমার মায়া ভরানো
হিয়া ভরে ভালোবাসা অনো
10. শুধু আশায় আশায় কতদিন
বলো কাটবে আমাদের এভাবে
জানিনা কবে যে তুমি
আমার জীবনসাথী সাথী হবে
আমার ভালোবাসা দিয়ে
তোমাকে জয় করে নেবো
খুশি ভরা প্রেমের জোয়ারে
তোমাকে ভাসিয়ে দেবো
11. চয়ে দেখো বাগিচায় রোমাঞ্চ কতো ঝরে
বুলবুলি ভোলে গান কোকিলের কুহু সুরে
12. তোমাকে ঘিরে আমার যতো পাগলামী
লোকে যে যাই বলুক আমার কাছে তুমি দামী
তোমাকে পাবো বলে এখনো সূর্য জ্বলে
বাতাসের হতে বাজে বীণা চাঁদটা কথা বলে
তোমাকে পাবো বলে সকল দুঃখ ভুলে
ভাষায় রঙিন স্বপ্নের খেয় দুচোখের উপকূলে
Bangla Love shayari for girlfriend
13. এক আকাশ জমা কথা ছিল মনের মাঝে
তোমার ছোয়ার অনুরাগে সুর হয়ে তা বাজে
পায়ে পায়ে পথের বাঁকে দুটি চোখে স্বপ্ন আঁকে
হাজার মানুষের ভিড়ে চুপি চুপি যখন তুমি ডাকলে
14. মন যে উড়াল পাখি কি দিয়ে তাকে বেঁধে রাখি
উড়তে চায় সে নীলাকাশে করে শুধু ডাকা ডাকি
মন পাখিকে যায়না পোষা কষ্ট অনেক মনে তার
কি দিয়ে মন ভোলাবো নেই সে ভাষা জানা আমার
15. বাতাসে গুন গুন গাছের পাতায়
হারিয়ে যাওয়া মনে মনে প্রেমের নেশায়
সারাদিন ধরে দেখবো দুচোখ ভরে
তোমার ঠোঁটে ফুটে ওঠা মিষ্টি হাসি
16. তোমায় প্রথম দেখার স্মৃতি
আজও মনে পড়ে
বুঝিনি তখন ছদ্মবেশে
প্রেম এসেছিল আমার ঘরে
দিনের পরে রাত কেটে যায়
সময় শুধু স্বপ্ন দেখায়
17. তুমি প্রথম প্রেমের অনুরাগে ভরা
কাঁপা কাঁপা দুষ্টুমি
তুমি বিসন্ন দিনে ডেকে ওঠা
কোকিলের সুরের মতো দামী
তুমি ঝড়ের মতো উরে আসা চিটি
অকারণে ভুল করে
তুমি আমার মনের ভীষণ কাছা কাছি
আবার অনেক দূরে দূরে
18. মন যদি না দেখতে পাও ও নয়ন তোমার নয় নয়ণ
নয়নে যদি না থাকে মন সে মন তোমার নয়তো মন
দূর সাগরে না যায় যদি ও নদী সেতো নয় নদী
প্রেম যদি না বোঝ প্রিয় ও হিয়াতো নয় হিয়া
নাই যদি রয় ভালোবাসা ও ভাষাতো নয় ভাষা
Bangla premer shayari for instagram
19. অনেক খুঁজে আমি পেয়েছি তোমার দেখা
বলবো তোমায় আমি যা আছে মনের কথা
কতো প্রহর কেটেছে একা তোমায় মনে করে
হারাতে দেবনা তোমায় ভালোবাসায় রাখবো ধরে
20. ভুলেছি তোমার হাসি চাঁদের হাসি দেখে
সে হাসি চুরি করা তোমার হাসি থেকে
গোধূলির রঙের ছটা যেনো সে আবির ঝরা
সে আবির তোমার মনের রঙেতে রঙিন করা
বরষার মেঘের বরণ যেনো সে কাজল ধোয়া
সে কাজল কালো কারণ সে তোমার চোখের ছোয়া
21. একটাই মুখ যদি ভাসে শুধু চোখে
ভালোবাসা তাকেই বলে যে লোকে
স্বপ্ন চোখে আনে মধুর আবেশ
সুরভী ছড়ায় কতো মেঘ এলোকেশ
22. কিছু চাওয়া কিছু পাওয়া থামেনা
তুমি আশা এই জীবনে
তোমাকেই চিরদিন চাই আমি
কে আমাদের ধরে রাখে আর
হও যদি তুমি আমার মনের রানী
23. তোমার প্রেমের রঙিন ছোয়ায়
মনে জাগে কতো নতুন আশা
কেনো এই মন শুধু অকারণ
খোজ তোমার ভালোবসা
হাতে রেখে হাত চলবো দুজন
গড়বো আমরা সুখের ভূবন
জনম জনম থাকবো পাশে
মায়ায় ভরা স্নেহের পরশে
24. প্রেম অমর এই পৃথিবীতে
হয়না প্রেমের মরণ কখনো
হয় মরণ শুধু মানব দেহের
আত্মার মরণ হয়না কখনো
25. ভাবিনি সত্যি হবে যা ছিল স্বপ্ন মনে
সুদূরের নীহারিকা দেবে যে ধরা গোপনে
মনে মনে প্রতিদিন অনুভবে কথা হয়
গোপন কথাটি বলতে মনে লাগে ভয়
26. চাঁদের জোছনায় হাসি মুখে থেকো এই শুধু চাই
তোমার সুখেতে আমি হই সুখী কি করে বোঝাই
চাইনি কোনোদিন অধিকার বিহীন ভালোবাসা
একতরফা মন মিছে করেছিল কেনো তবু ভরসা
27. আগে কোনদিন অনুভূতি জাগেনি এমন
জানিনা কোন চোখে দেখি তোমাকে এখন
ভালোলাগা থেকে ভালোবেসে ফেলেছে মন
দিবা স্বপ্ন দেখি তোমাকে নিয়ে আমি এখন
Best Bangla Romantic whatsapp Shayari
28. তোমার জন্য আমার এই জনম
তুমি ছাড়া হবে মরণ
ছোট হৃদয়ের ছোট্ট একটি চাওয়া
আপন করে তোমাকে পাওয়া
এই মনের যতো আশা আছে যা ভালোবাসায়
তা সবই তোমাকে ঘিরে
এই পৃথিবীর বিশাল দেশে
তুমি থেকো আমার অন্তর জুড়ে
29. আমার মনের গহীনে তোমাকে নিয়ে
সাজাবো স্বপ্নের বাসর
দিবানিশি সেখানে রাখবো তোমায় যতনে
দেবো তোমায় ভালোবাসার আদর
যখনি যেখানে যাই তোমার ভাবনায় ডুবে হারায়
পিছু টানে বার বার হৃদয় থমকে দাঁড়ায়
30. ডুব দিয়েছি জলে যখন ঝিনুক নেবো খুঁজে
চলবো এবার প্রেমের পথে সবি জেনে বুঝে
উরু উরু মনটা আমার দুরু দুরু করে
তোমার নেশায় পাগল আমি ধরেছে প্রেমের জ্বরে
31. আমি নদীর তীরে একা বসে ভালোবাসি ঢেউ গুনতে
ঘুম ভাঙ্গা চোখে অজানা পাখির ভালোবাসি গান শুনতে
আমি প্রেমের পথের পথিক হয়ে ভালোবাসি পথ চলতে
বেদনার কাছে সুখের গল্পঃ ভালোবাসি আমি বলতে
আমি জীবনের কাছে ভালোবাসা চাইতে ভালোবাসি
আমি আশার খেয়া জীবন স্রোতে বাইতে ভালোবাসি
32. অনুরাগের ছন্দ সাজে তোমাকে সাজাবো
জীবনের সুখের রঙে তোমাকে ভরাবো
তুমি আমার ভালোবাসার হীরে চুনি পান্না
স্নেহ দিয়ে মুছিয়ে দেবো হৃদয়ের সব কান্না
33. এই চলার পথ শেষ হবে একদিন
মুছে যাবে সব বন্ধন
সেদিনও থাকবে আমার তুমি
এখন আছো যতটা আপন
34. তুমি যদি একটু কাছে ডাকো আমায়
আমি তোমার অনেক কাছে আসবো
তুমি যদি একটু শুধু ভাবো আমায়
হৃদয়ের সাদা পটে তোমার ছবি আঁকবো
তুমি যদি একটু ছায়া দিয়ে আমাকে ঢাকো
পৃথিবীর অন্তিম লোগ্নেও আমি তোমার থাকবো,
35. ঝিলি মিলি তারা দোলে আকাশের আঁচলে
কিছু কথা লেখা থাকে সরমের কাজলে
মিটি মিটি জ্বালে আলো গাছের পাতায় জোনাকিরা
জেগে জেগে শুধু ভবি কবে দেবো তুমি প্রেমের সারা
দ্বীপ জ্বালা প্রহরে সাথীরে না যদি ডাকা যায়
মনের সুপ্ত বাসনা কি মনে লুকিয়ে রাখা দায়
36. সে কেনো এভাবে আমায় ডেকে যায়
বারে বারে পিছু টানে অথৈই মোহনায়
এতদিন উদাসীন ছিল যা কিছু
সব ভেসে যায় আজ দখিনা হওয়ায়
সে হলো একটি ছোট আশা
তার নাম যে ভালোবাসা
অজান্তে ছুয়ে গেছে গোপনে আমায়
37. থাকো মুখ ভার করে তুমি যখন
মনে হয় চাঁদে লেগেছে গ্রহণ
তোমাকে লেগেছে ভালো আমার
মন হোয়েছে পাগল প্রেমে তোমার
চুপ থেকে মন কেরে নিয়েছো তুমি
পাইনা ভেবে এখন কি করি আমি
কথা না বলে আর করনা ছলনা
তুমি চাও বিরক্ত আর করবোনা
38. মনের জোনাকি জ্বলে নেভে জ্বলে
কানে কানে মনে গোপন কথা বলে
প্রেমের পথে মাঝে মাঝে নিতে হয় ঝুঁকি
ধরা পড়ে যাবে যতোই করো চালাকি
Pleasing Bengali shayari for gf bf
39. হাজার প্রদীপ জ্বালায় তারা
ফুলের সুবাস ছড়ায় পবনে
যা দেখি সব ভালো লাগে
আলো জাগে প্রেম লগনে
যেদিকে তাকাই ফুলের হাসি
মধুর বাঁশি বাজে গগনে
কোন সুখে তুমি মন ভরালে
রং ছড়ালে দুই নয়ণে
এলে তুমি আমার জীবন
ভরলো মন বসন্ত কাননে
ছিলাম আমি ভীষণ একা
হৃদয় পেলো আজ তোমার দেখা
40. তোমায় নিয়ে বাঁধবো ঘর ভালোবাসা দিয়ে
থাকবো তোমার প্রিয় হয়ে মন প্রাণ ভরিয়ে
মনে প্রাণে আমি তোমায় ভালোবেসে ফেলেছি
দূরে দূরে নয় আর অন্তরের কাছে চলে এসেছি
41. মনের আঙিনা শূন্য পরে আছে
কিছু ভালো লাগে না নেই তুমি কাছে
হাজার সুখে সুখী চাইনা হতে আমি
তোমার ভালোবাসার অনেক বেশি দামী
42. ছুয়ে যাবো সহজে তোমাকে
সূর্য কিরণ হয়ে এসে
বরষা ধরা হয়ে কখনো
ভিজিয়ে যাবো ভালোবেসে
রাতে চাঁদের জোছনা হয়ে
আলো দিয়ে যাবো তোমার ঘরে
নাম না ফুলের সুবাস
হয়ে ছড়িয়ে পরবো অন্তরে
43. লাগেনা মন আমার ঘরে
শুধু তোমার কথা মনে পড়ে
কাজল কালো ওই দুটি আঁখি
কেনো আমায় দেয় শুধু ফাঁকি
তোমার জন্য হয় উতলা এই হিয়া
জীবন সাথী তুমি আমার প্রিয়া
তোমার ঐ মুখ যে মনে করি
প্রেমের কবিতা আমি শুধু পড়ি
44. যা দেখি সবই লাগে ভালো
তুমি আমার আঁধার মনেতে
জ্বেলে দিয়েছো আশার আলো
অজানা খুশির আবেশে মন
চলেছে সুদূরে পথে ভেসে
আজ জীবন নতুন সুখেতে
ভরে উঠেছে খুশিতে হেসে
45. কৃষ্ণচূড়া’ পলাশে লজ্জা রয়েছে মিশে
না বলা যতো কথা ফুল হয়ে দেখি হাসে
প্রেমের কবিতা পাপড়ি তে যেনো লেখে
আকাশ হয়েছে রঙিন রামধনু রং মেখে
তুমি রূপের ঝর্ণা আমার দুচখে অনন্যা
রূপকথার দেশে তুমি স্বপ্নের রাজকন্যা
46. এতো চেনা জানা হলো যখন
নিষেধের বাধা ভুলে উদাসী মন
দিন গনে শুধু শোনে তোমার পদধ্বনি
মন এই লগনে তোমাকে চিনি
মন তোমাতে হয়ে একাকার
ভালোবাসার কূলে আজ দুজনার
অনুভবে মনে এলো জোয়ার
ভাঙলো মনের সব বন্ধ দুয়ার
47. এই চোখ রাখলে তোমার চোখে
বদলে যাবে চেনা পৃথিবী আমার
জীবন আপন মনে উঠবে বলে
এখনিই সুসময় এ পথে নামার
পেছুনে ফেলে সব রাতের আঁধার
দৃষ্টি মিলবে গিয়ে নতুন ভোরে
স্থবিরতা ঘ্রেনার গল্পঃ শেষে
নতুন ইতিহাস উঠবে গড়ে
48. বন্ধ মনের অন্ধকারে লুকিয়ে ছিলো যতো আশা
সেই স্বপ্ন আশা ঘুম ভাঙ্গালো তোমার ভালোবাসা
একলা চলার দিন ফুরাবে কখনো ভাবিনি আগে
আজ বদলে গেলো আমার জীবন তোমার অনুরাগে
তুমি তোমার মনে আমার ভালোবাসার দিয়ে ঢাকো
তুমি ভোরের স্বপ্ন আমার মনে সোনালী ছবি আঁকো
Bengali dukher new sad shayari
49. কথা যদি না হয় দুজনার কোনোদিন
এদেখার স্মৃতি মনে থাকবে
হোয়ত কোনোদিন ঘুম ভাঙ্গা রাতে
আমাকে তোমার মনে পড়বে
বলবোনা কোনোদিন ভালোবেসে আমাকে
চলে গেছো একলা রেখে
মনে শুধু থাকবে ব্যথা জানবেনা কেউ সে কথা,
50. বিরহের আগুনের শিখায় শিখায়
এই হৃদয় আমার প্রতিদিন জ্বলে
তোমার দেয়া ব্যথা ভুলতে চেয়ে
আগুন নেভাই আমি অশ্রু জলে
51. ভুলিনি তার মুখের ছবি
এঁকে রেখেছি আমি এই মনে
শুধু তাকে খুঁজে আজ বেড়ায়
সে আজও রয়েছে আমার প্রাণে
একদিন সে স্বপ্নের মতো এসে
বলেছিলো ভালোবেসে,
52. স্বপ্ন বোঝায় জীবন তরী স্বপ্ন স্রোতে ভাসে
জোয়ার ভাটার চলছে খেলা জীবনের পাশে
আলো ছায়ার মিছে মায়া আছে মন ঘিরে
মাঝ দরিয়ায় ভাসে তরী আসবেনা আর ফিরে
দিন চলে যায় রাত্রি আসে রাতের পরে দিন
চাই বা না চাই সাধের তরী ডুববে যে একদিন
53. দিন গুলো কেটে যায় তার ভাবনায়
কথা দিয়ে কেনো সে আমাকে কাদায়
চোখে আসে জল ভরে বাধা মনে না
বুকের জ্বলা আগুন কিছুতেই নেভেনা
54. অনুরাগের ঝড় উঠেছে আমার মনের ঘরে
সেই ঝর আরও বেড়ে ওঠে যখন প্রেমে ধরে
ভীরু ভীরু মন আমার উথাল পাথাল হয়
এতো বোঝাই মনকে তবু পাইনা খুঁজে উপায়
55. তোমাতে আমাতে দেখা হয়েছিলো স্বপনেতে
এখন ভুলে গিয়ে আমার কথা আছো সুখেতে
সারাটা জীবন থেকো তুমি হাসি মুখেতে
জীবন তোমার মধুর হয়ে ভরুক খুশিতে,
Bengali emotional shayari caption
56. সাজানো হাসিতে ব্যথা ঢেকোনা
মায়ার বাঁধনে বন্দী থেকোনা
নিজের সাথে প্রতারণা
সেতো সব থেকে বড় ছলনা
ভালোবাসা যদি যায় হারিয়ে
কি হবে ভুলের বোঝা বাড়িয়ে
পারো যদি ভুলে যেও আমাকে
ভুল দিয়ে ভুলিয়না নিজেকে
57. আঁধার লাগে পূর্ণিমা ভরা এই জোছনায়
প্রেমের তরী তীরে এসে কেনো ডুবে যায়
মনে পড়ে যায় চাঁদ জাগা সেই রাত
তুমি ছিলে কাছে বসে হতে রেখে হাত
ছিল তোমার মনে লেখা শুধু আমার নাম আঁকা
তবে কেনো কাছে এসে দিলেনা আর দেখা
58. তোমাকে ভেবে ভেবে দিন প্রতিদিন
স্বপ্ন গুলো হয়ে যায় শুধু বেরঙিন
চোখের নজরে মন যেমন চেনা যায় না
কাছের মানুষ কাছে থেকেও আপন হয় না
59. জীবনের খাতাটায় লিখে যাওয়া কবিতায়
বার বার শুধু হয় ছন্দ পতন
হাজার মুখের ভিড়ে নিজেকে খুঁজি ফিরি
এলোমেলো হয় ভাবনা গুলো তখন
60. জীবনের মানে কজন জানে
জানিনা কোথায় চলেছি সবাই
কিসের টানে
নাইবা জানা হলো শেষ ঠিকানা
চলতে জীবন পথে নেইতো মানা
61. স্মৃতি গুলো কখনো যদি
মনে পড়ে যায়
পারবে কি ভুলতে তুমি
তখন আমায়
62. জানি জীবনের পথ নয় স্বপ্ন রঙিন
ঘোর বিপদে ভরা প্রতিটি পাকে
আঁকা বাঁকা পথে কঠিন চড়াই
তবু আছে সুখ চলার ফাঁকে
তোমার দুটি হাত বাড়িয়ে দিলে
ফুটবে আশার ফুল বৃক্ষ সাখে
Koster bangla shayari
63. হয়তো তোমার দুহাত চাইছে ছুঁতে প্রভাত
অন্ধকারের সীমানা পেরিয়ে
পুরনো যা কিছু সব এড়িয়ে,
এভাবে কি কখনো চলে যাওয়া যায়
হারানো সব কিছু কি ভুলে থাকা যায়
ভুলতে চাইবে যখন, স্মৃতির গুঞ্জরণ
নিয়ে যাবে ফেলে আসা সেই অচিন পুরে
জীবনের অন্তহীন পথ ধরে
64. কাটেনা দিন কিছুতেই কাটেনা রাত
মনে হয় তুমি রেখে আছো আমার হাতে হাত
থেকোনা দূরে সরে চলে এসো এবার কাছে
ভালোবাসো দাও তুমি আমায় আবেশে
65. আমি তো দূরে সরেই আছি
তুমি দূরে যাবে কি করে
নিজেকে যতোই আঁধার করো
সূর্য ঠিক একদিন উঠবে ভরে
66. অজানার দিকে পা বাড়িয়ে
আঁকা বাঁকা পথে যাবো হারিয়ে
মনের সাথে করে সন্ধি
এই জীবন রাখবোনা বন্দী
হয়্ হোক বেনিয়ম বেহিসাবি আজ মন
নীয়মের বন্ধনে বাধবোনা এই জীবন
67. ছোট্ট নদী চোখ ছুয়ে নামছে পায়ে পায়
যাচ্ছে ভেসে দূর সে দেশে ডাকছে কাছে আয়
যা উরে আকাশ জুড়ে কেউ বসে হৃদয় পুরে
বলছে আমি থাকবো কাছেই যতোই থাক সরে
68. অভিমানী রাত ছেড়ে যাওয়া হাত শুধু নীরবতা
আসেনা ফিরে মন আকাশ নীরে সঙ্গী বিহীন থাকা
বুঝিনি কখন একা হলো মন মায়াবী কুয়াশায়
ডুবে যাওয়া চাঁদ বুকে অবসাদ জোড়ালো আমায়
69. প্রেমের ভাষাতে বলো মধুর কথা
দিওনা কখনো কারো মনে ব্যথা
এমন কিছু কাজ করে যাও এই জীবনে
থাকবে বেঁচে চিরকাল সবার মনে
নিজের মাঝে রেখোনা নিজেকে গুটিয়ে
রাঙিয়ে তোলো জীবন ফুলে ফুলে ভরিয়ে
জীবন স্মৃতি যাও রেখে যাও পৃথিবীর বুকে
একদিন যেতে হবে ছেড়ে সবাইকে
পৃথিবীতে চিরদিন থাকতে আসে কে!