Are you looking for unique Bengali happy marriage anniversary বিবাহ বার্ষিকী wishes, SMS, status, quotes? With these text poems, you can send a happy wedding day message to your husband, wife, friend.
On the occasion of the anniversary of our married life, we give various gifts to our loved ones. This day is a very special day in human life Because on this day the two minds of man and woman come together. Which is the promise of love in conjugal life.
Contents
30+ Happy Marriage Anniversary wishes in the Bengali language
1. আজ পরে থাক হিসাবের দুঃখ দুঃখ
নতুন স্বপ্নে এসো দুজন মিলে বাঁধি বুক
সীমানা পেরিয়ে যাক ভেসে মন বহু দূর
যেখানে রয়েছে রুপ কথায় ভরা মায়াপুর
>> :Happy marriage anniversary: <<
2. আমার সব ভালোবাসা তোমার জন্য
চিরদিন সাথী হয়ে থেকো
কখনো হটাৎ যদি হয় কোনো ভুল
ক্ষমার দৃষ্টিতে আমাকে দেখো
ভালোবাসা ছাড়া আর কি আছে দেবার
প্রেমে দিয়ে ভরিয়ে দেব ও মন তোমার
সব স্বপ্ন আমার শুধু তোমাকে নিয়ে
তোমার সুখের পরশ মনকে যায় ছুঁয়ে
জীবনে চলার পথে যেতে হবে বহুদূর
এলো মেলো ঝড়েও বাঁধবো মিলনের সুর
Wishing you a very happy wedding day
3. ফুলেরা আঙিনায় নির্ভাবনায় রঙে রঙে হলি খেলে
মধুর বাতাসে খুশি উল্লাসে পাখিরা উড়ে ডানা মেলে
চলনা চলি মনের কথা বলি হাতে হাতটি ধরে ধরে
বিভেদ মুছে পৌঁছে যাবো স্বপ্ন মুখর নতুন ভোরে
রোদ ঝিল মিল দিগন্ত নীল সুখের আবেশে
Happy marriage anniversary
Marriage Anniversary Wishes For Wife Bangla
4. শুভ লগনে ছাঁদনা তলায় হয়েছিল শুভ দৃষ্টি
তোমার সাথে আমার আমার মিলন সবই বিধাতার সৃষ্টি,
উলু ধ্বনি শঙ্খ ধ্বনি আরও নানান আয়োজন
সকলকে সাক্ষী রেখে হয়েছিলে তুমি প্রিয়জন
নিশি প্রহর কাটলো কতো কাটলো অনেক দিন
আমার কাছে এভাবেই তুমি থাকবে চিরো নবীন।
***শুভ বিবাহ বার্ষিকী***
Subho logone chadna tolay hoyechilo subho dristi, tomar sathe amar milon sobi bidhatar sristi, ulu dhoni shonkho dhoni aro nana ayojon, sokolke sakkhi rekhe hoyechile tumi priyojon. Nishi prohor katlo koto katlo onek din, amar kache evabei tumi thakbe chiro nobin.
5. আমার মতো কে বন্ধু আছে
হাসি কান্নায় আমাকে পাবে কাছে
প্রেম দুঃখকে নতুন স্বপ্ন দেখায়
নতুন করে পথ চলতে শেখায়
হাজার বাঁধায় ভালোবাসার সাধনায়
স্নেহের প্রদীপ জ্বেলে তুমি রেখো
কখনো যেনো তা নিভে না যায়
পৃথিবী আজ জানায় শুভ কামনা
Amar moto ke bandhu ache, hasi kannay amake pabe kache, prem dukho ke notun sopno dekhay, notun kore poth cholte sekhay, hazar badhay bhalobashar sadhonay, sneher prodip jele tumi rekho, kokhono jeno ta nibhe na jay, prithibi aj janai subho kamona.
বানানো কথার ভিড়ে স্বপ্নের মেলামেশা
কি যেনো কিসের নেশা আসে ফিরে ফিরে
যে ভাবে যে মন রাখে অস্তা চলের রেস
রাত নাকি দিন শেষ যে তাকে যেমন ভাবে দেখে
তুমি আমার কাছে থাকবে একই সারাজীবন
এখন তুমি রয়েছ আমার জীবনে যেমন।
***শুভঃ বিবাহ বার্ষিকী***
Banano kothar bhire sopner melamesha
Ki jeno kiser nesha ase phire phire
Je bhabe je mon rakhe asta choler res
Rat naki din ses je take jemon bhabe dekhe
Tumi amar kache thakbe eki sarajibon
Ekhon tumi royecho amar jibone jemon
>>>Happy marriage anniversary<<<
6. যদি কখনো দূরে থাকি
দিওনা গো আমায় ফাঁকি
জীবন জুড়ে তুমি আমার
ভুবন জুড়ে আমি তোমার
Jodi kokhono dure thaki
Diyona go aamy faki
Jibon jure tumi amar
Bhuban jure ami tomar
7. সাঁঝের প্রথম কলি তোমার হাসিতে ফুটলো
এই চাঁদ মুখ দেখতে ওই গগনে চাঁদ উঠলো
একি স্বপ্ন দেখুক তোমায় আর আমার দুটি মন
তুমি ছাড়া কে আছে বলো আমার এতো আপন
ভাবিনি কোনোদিন এভাবে কাছেতে পাবো তোমায়
থাকবো দুজনে এভাবে কাছেতে একি প্রেমের ছায়ায়
Sajher prothom koli tomar hasite futlo
Ei chad mukh dekhte oi gogone chand uthalo, eki sopno dekhuk tomar amar duti mon, tumi chara ke ache bolo amar eto apon,
Bhabini konodin evabe kachete pabo tomay, thakbo kachete ebhabe kachete eki premer chayay.
Happy married life quotes in bengali
8. প্রেমের পরশে দিলে তুমি নতুন এই জীবন
একি ভাবনায় এক হলো আমাদের দুটি মন
তোমায় পেয়ে পূর্ন হলো অন্তরালে দেখা স্বপন
আমি তোমার তুমি আমার রইবো একান্ত আপন
*** শুভ বিবাহ বার্ষিকী ***
Premer poroshe dile tumi notun ei jibon
Eki bhabonay ek holo amader duti mon, Tomay peye purno holo ontorale dekha sopon
Ami tomar tumi amar roibo ekanto apon
>>>Subha Bibāha Barshiki<<<
9. তুমি আমার আশা তুমি ভালোবাসা
ধন্য তোমায় পেয়ে পূর্ন হলো প্রত্যাশা
একাকী মনে তুমি মোর হৃদয়ের রানী
অনেক স্বপ্নের পরে হলে আমার ঘরণী
Tumi amar asha tumi amar bhalobasha
Dhonyo tomay peye purnyo holo protyasha
Ekaki mone tumi mor hridoyer rani
Onek sopner pore hole amar ghoroni. <<< Happy wedding anniversar >>>
10. আসুক বাঁধা যতোই বারে বারে পথের বাঁকে
থাকবে তুমি সাথী আমার বাসবো ভালো তোমাকে
তুমি রবে জোছনা হয়ে আমার হিয়ার মাঝে
তোমার হাসি ফুল হয়ে ফুটবে সৌখিনতার সাজে
Ashuk badha jotoi bare bare pother bake
Thakbe tumi sathi amar basbo bhalo tomake
Tumi robe jochona hoye amar hiyar majhe
Tomar hasi ful hoye futbe soukhinotar sajee
11. মেঘ কালো এলোচুলে বাঁধা খোঁপা জুঁই ফুলে
কাজল আঁকা দুটি আঁখি দেখে সব যাই ভুলে
মধু মতি এই মনে জাগে আশা ক্ষণে ক্ষণে
স্বপ্নে ভরা ছায়া পথে দিলে ধরা এ জীবনে
Megh Kalo elo chule badha khopa jui fule
Kajol anka duti ankhi dekhe sob jai bhule
Modhu moti ei mone jage asha khone khone
Sopne bhoara chaya pothe dile dhora e jibone
12. তুমি আছো আমি আছি মনে মনে কাছাকাছি
দুজনার সুখে দুঃখে দুজনেই কাছে আছি
তুমি যে রয়েছো আজ হৃদয়ে আমার সংগোপনে
এই কথাটি আমিও জানি তুমিও জানো মনে মনে
শপথ নিয়েছি জীবন যখন হবে ব্যথায় ভরা
ভরে দেবো প্রেম দিয়ে দুচোখে স্বপ্ন নিয়ে
আমাদের এই বন্ধন নয় কোনো দিন ফুরিয়ে যাবার
Tumi acho ami achi mone mone kachakachi
Dujonar sukhe dukhe dujonei kache achi
Tumi je royecho aj hridoye amar songopone
Ei kothati amio jani tumio jano mone mone
Shopoth niyechi jibon jokhon hobe byathay bhora
Bhore debo prem diye duchokhe sopno niye
Amader ei bondhon noy kono din furiye jabar
Marriage anniversary Bangla sms for husband
13. জীবনের অনেক গুলো বছর তোমার সাথে কেটে গেলো। বাকী যে সময় গুলো সামনে পড়ে আছে আমরণ পর্যন্ত, সেই দিন গুলোও তোমার সাথেই কেটে যাক এভাবেই হেসে খেলে। :শুভ বিবাহ বার্ষিকী:
14. তুমি আমি আর আমাদের এই ছোটো সংসার এভাবেই যেনো থেকে যায় যুগ যুগ ধরে। আজকের এই শুভ বিবাহ বার্ষিকীতে এটুকুই চাওয়া বিধতার কাছে।
15. একে একে দুই হলাম দুই মিলে হবো তিন
ফুট ফুটে সোনা কোলে আসবে যেদিন
তুমি ছাড়া আমি কিছুনা ভুলোনা আমায়
মনে মনে চেয়েছি পেয়েছি তোমায়
আমার যতো প্রেম শুধু তোমাকেই দিতে চাই
তুমি আমার আমি তোমার বেধেছি দুজনে ঘর
জীবনে মরণে থাকবো একি হবনা কখনো পর
Eke eke dui holam dui mile hobo tin
Fut fute sona kole asbe jedin
Tumi chara ami kichuna bhulona amay
Mone mone cheyechi peyechi tomay
Amar joto prem sudhu tomakei dite chai
Tumi amar ami tomar bedhechi dujone ghor
Jibone morone thakbo eki hobona kokhono por
16. যাদের স্নেহে হলাম বড়ো তারাই হলো পর
সবাইকে ছেড়ে আমি বেধেছি তোমার ঘর
বিয়ের আগে তোমায় কখনো দেখিনি নয়নে
সেই তুমি হলে আমার সাথী জীবনে মরণে
Jader snehe holam boro tarai holo por
Sobaike chere ami bedhechi tomar ghor
Biyer age tomay kokhono dekhini noyone
Sei tumi hole amar sathi jibone morone
17. তুমি আমার দুঃখের দিন আশার আকাশ
তুমিই আমার সকল সুখের সবুজ আভাস
হৃদয় জুড়ে তুমি আমার মিলনের গান
রাঙ্গিয়ে তলো আমায় দিয়ে মান অভিমান
Tumi amar dukher dine ashar akash
Tumiei amar sokol sukher sobuj abhaash
Hridoy jure tumi amar miloner gaan
Rangiye tolo amay diye man obhiman
18. দুঃখ ব্যথা সব দূর হয়েছে
ফুরিয়েছে মনস্কাম
আমার মনে শুধু তুমি আছো
এই হৃদয়ে লিখেছি তোমার নাম
আজ মনে হয় রামধনু রঙ
ছড়ালো আমার মনে
সাত রঙ্গা সুর দিলে উপহার
আমার এই জীবনে
আবার আমি নতুন করে
পেলাম বাঁচার মানে
মনের খুশি দিল ধরা
শূন্য এই প্রাণে
Dukho byatha sob dur hoyeche
furiyeche monoskam,
amar mone sudhu tumi acho
ei hridoye likhechi tomar nam.
Aj mone hoy rongdhonu rong
Choralo amar mone
Sat ranga sur dile upohar
Amar ei jibone
Abar ami notun kore
Pelam bachar mane
Moner khushi dilo dhora
Sonyo ei prane.
19. আমাদের এই ভালোবাসা যেনো প্রজাপতির পাখা
কেউ বলে আবার সপ্ত রাগের বর্নালিতে আঁকা
জীবন পথের আঁকেবাঁকে আসবে আলো আঁধার
তবু মোর সুখে দুঃখে মিলে মিশে হবো একাকার
Amamder ei bhalobasha jeno projapotir pakha
Keu bole abar sopto rager bornalite anka
Jibon pother anke banke asbe alo adhar
Tobu mora
20. মুখে আমার নেই আজ ভাষা
নীরব হয়েছে সব ভালোবাসা
শূন্য জীবনে দিয়েছো খুশির আলোড়ন
সফল হয়েছে মোর মনের সকল স্বপন
অনেক সাধনার পর হয়েছো তুমি অপন
হৃদয়ে আমার বইছে যে খুশির ঢেউ
সে কথা আমি ছাড়া জানেনা আর কেউ
এভাবেই থেকো তুমি শুধুই আমার
বিনিময়ে ভালোবাসা দেবো উপহার
****শুভ বিবাহ বার্ষিকী****
Mukhe amar nei aaj bhasa
Nirob hoyeche sob bhalobasha
Aunyo jinone diyecho khusir aloron
Sofol hoyeche mor moner sokol sopon
Onek sadhonar por hoyecho tumi apon
Hridoye amar boiche khusir dheu
Se kotha ami chara janena ar keu
Ei bhabe theko tumi sudhui amar
Binimoye valobasha debo upohar
***Subho Bibaho Barshiki***
Happy wedding message in bengali for friend
21. আজকের এই শুভদিনটি তোমাদের জীবনে বারে বারে ফিরে আসুক। প্রতিটা দিন হোক নতুন দিন, তোমাদের দাম্পত্য জীবনের প্রতিটা মুহূর্ত ভরে উঠুক নতুন বসন্তের ছোঁয়ায়। শুভ বিবাহ বার্ষিকী।
22. তুমি আগে একা ছিলে, এখন হয়েছো তোমরা। তাই তোমাদেরকে এই শুভ বিবাহ বার্ষিকীতে আমার প্রাণ ভরা শুভেচ্ছা ও অভিনন্দন। ~~happy anniversar day~~
23. স্ত্রী শুধু স্ত্রী নয় স্বামী শুধু নয় স্বামী
বউ হলো ঘরেরে লক্ষ্মী বর অন্তর্যামী
এই কথাটি মনে রেখো তোমরা সর্বদা
কেউ কখনো অপরকে দিওনা ব্যথা
24. এই শুভ দিনটি তোমাদের জীবনে বারে বারে ফিরে আসুক। আগত দিন গুলো তোমাদের দাম্পত্য জীবনে আরও অনেক খুশি ও সুখময় আনন্দ বয়ে আনুক। Happy wedding day.
Marriage anniversary poem bengali
25. পৃথিবী হয়েছে আকাশের মিলন রেখা
উড়ে যায় যায় গগনে দূরের বলাকা
কল্পনা চোখে তুমি ছিলে স্বপ্নের প্রিয়া
তোমাতে রয়েছে মিশে আমার হিয়া
Happy marriage anniversary
26. যখন তোমায় দেখিনা চোখে
কল্পনাতে তুমি থাকো তখন মিশে
তোমার প্রেমের প্রথম ছোঁয়া
মন জুড়ে তুমি মায়া দিয়ে বাঁধা
স্নেহের আদরে তোমায় জড়িয়ে রাখবো
সারা জীবন চলার পথে সঙ্গী হবো
Happy marriage anniversary
27. তোমার ভালোবাসার নামে মনে মনে তাজমহল গড়েছি
স্নিগ্ধ প্রেমের আহ্বানে মায়ার বাঁধনে বাঁধা পরেছি।
28. আকাশ কুসুম মন যে তোমার
তুমি সকালের আলো
তোমার ছায়ায় তোমার মায়ায়
জীবন কাটে ভালো
+++ শুভ বিবাহ বার্ষিকী +++
Shubho bibaho barshiki bangla
29. কতো পলাশ ফুল ফুটেছে শ্রাবণে
অবাক করেছে দুই চোখ
লাল নীল সোনালী রোদ্দুরের সব টুকু
আজ শুধু তোমারই হোক
কোনো গোধূলির নরম আলোতে হেঁটে
কুরিয়ে আনবো সুখ দু মুঠো
রাতের শেষে ভোরের ঠিকানাতে
ভাসাবো প্রেমের খর কুটো
** Shubho bibaho barshiki **
30. যেখানে সবুজে মেশে নীল
মাঝে এক ঝিলের বাহার
কাকলীর পাখির ঠোঁটে
ঝর্না গুলো যায় গড়িয়ে
চলো যাই কোথাও দূরে
এই শহরের সীমানা ছাড়িয়ে
এমন নির্জন প্রান্তে
যেখানে রয়েছে আকাশ
হাত দুটি বাড়িয়ে
++ Shubho bibaho dibosh ++
31. তোমাকে সপেছি আমার মন
থাকবো তোমারি আমি সারাক্ষন
আলো ঘেরা জোছনার ছায়ায়
ভেবে যাই তোমাকে মুক্ত মায়ায়
== শুভ বিবাহ বার্ষিকী ==
Wedding anniversary in bangla: জীবনে কিছু কিছু বিষয়ে আমাদের নিয়ন্ত্রণ থাকেনা, তার মধ্যে উল্লেখ্য হলো জন্ম, মৃত্যু, বিবাহ। কিন্তু আমরা যদি মনে করি এই তিনটি দিনকে চিরস্মরণীয় করে রাখতে পারি যুগ যুগ ধরে।
বিবাহ মানে জীবনের আরেকটা ধাপ, যা সমাজের মানুষের কাছে সাংসারিক জীবন নামে খ্যাত। জন্ম দিন ও মৃত্যু দিনের মতো বিবাহ দিনটি কে স্মরণীয় করে রাখতে এই দিনটিকেও উদযাপন করা হয়ে থাকে, নানা পন্থায়।