Here you will find Bengali winter season শীতকালের poems, sms, messages, status, quotes and more things.
1. রৌদ্র করে লুকোচুরি কাশের ফুলে ফুলে
হেমন্তের বাতাস বয়ে যায় নদীর কূলে কূলে
পুকুর জলে পদ্ম কুঁড়ি আনন্দতে ভাসে
উত্তরের জানালা বয়ে শীতের পরশ আসে
স্নিগ্ধ আলো ছটা ছড়ায় শিউলি ফুলের বুকে
ভ্রমর গুলো উড়ে বেড়ায় আনন্দে মনের সুখে
2. খোলা জানালায় তাকিয়ে সারাদিন
শুধু স্বপ্নে আজ ভেসে মন উদাসীন
বলবো তোমায় কাছে ডেকে
স্বপ্ন যা আছে আমার তোমায় ঘিরে
আজও যা হয়নি বলা তোমাকে,
মেলে আকাশে ডানা থাকবেনা কোনো সীমানা
দুচোখের ওই দুটি তারায় মন ভেসে বেড়ায়
চলো শূন্যে ভেসে যায় হই বাঁধন হারা
তুমি এসো আবার এ জীবনে নতুন করে
গল্পঃ বলো আদরের দুটি হাত ধরে
শীতল হওয়ায় ডেকে নাও আমাকে
দিয়ে তোমার এক মুঠো ভালোবাসা
মিষ্টি দুচোখে বলে দাও আমাকে
তোমার গোপন মনের লুকোনো আশা
3. শিশির ধোয়া মাঠ পেরিয়ে
শঙ্খ চিলের ঠোঁট এড়িয়ে
চিরল চিরল সবুজ পাতার ফাঁকে
সূর্য আসে দেখতে আমার মাকে
ছায়া ছায়া হওয়ার তালি
গেছে গেছে বুলবুলি
সন্ধ্যে হলে ঝি ঝি পোকা
বজায় রাতের সুর ধ্বনি
চাঁদের আলো টিনের চালে দেয় কুমকুমি
এক ঠিকানায় স্বপ্ন পথের বাঁকে
যেথায় আমার মায়ের ছবি থাকে
4. শীতের শিশির ঝরলো আজ ভিজলো সবুজ ঘাস
পিঠা পুলির উৎসব নিয়ে এলো পৌষ মাস
দীঘির বুকে দলে দলে ফুটেছে নীল শতদল
খুশিতে তাই ভ্রমর গুলো সব হলো চঞ্চল
5. একলা মন করে খেলা খোলা বাতায়নে
হেমন্তের শিশির বিন্দু জমে দুটি নয়নে
নীরব চোখে চেয়ে থাকা মনে হয় ছবি আঁকা
সে চাওয়ার মানে তাই মিলায় গোপনে
অবেলায় দুটি চোখ ছায়া ফেলে মনের কোণায়
মনে হয় চোখে তার কথা ছিলো জানাবার
সে কথা বুঝিনি সেই সেই খেয়ালী ক্ষণে
6. পূবালী আকাশে স্বপ্ন নীল
মনের আকাশ কুয়াশায় ঢাকা
উদাস পাখা মেলে শঙ্খচিল
মিছে দিন গুনে বসে থাকা
এ চাওয়া জানি ভুল হবে
কবে মাধবী আকুল হবে
আলোর পাখিরা মিলবে পাখা
শুধু শুধু স্বপ্নের ছবি আঁকা
পাগল হওয়ার শিরি ঘুরে ঘুরে
ফেরারী পাখির গানের সুরে
সে কখনো এখনো আসেনি
বৃথা যায় সব দিন রজনী
আশার আলোতে হৃদয় সাজিয়ে
সে চলে গেছে এই মন ভাসিয়ে
অলস ব্যথার ঢেউ তুলে
যোয়ারে ভেসে আসা নদী কূলে
সে আর ডাকেনা কোথাও রাখেনা
মনের আশা গুলো হয় দূর সীমানা।
7. উদাস হওয়ায় শুধু হৃদয় কেনো কাঁপে
গলবে শুভ্র তুষার কার উত্তাপে?
প্রান পাবে কবে মন ঝর্না ধারায়
হিমেল হাওয়া ডাক দিয়ে যায়
8. শিশিরের ঘুম ভাঙ্গে সূর্যের নরম রোদে
সবুজের প্রান্তর জেগে উঠে প্রথম প্রাতে
ভালোবাসার মুগ্ধতায় ভরে ওঠে প্রান মন
বিধাতা নিজের হতে সাজিয়েছে শুভক্ষণ
দীঘির জলে চাঁদের হাসি তারার মেলা ঝাউবনে
পাহাড় ঘুমায় সাগর ছুয়ে ফাগুন ছড়ায় রঙ্গনে
দুপুর রৌদ্র হওয়ায় পাতায় গাছে গাছে সুর তোলে
পাখির গানে ফুলের শোভায় হৃদয় গন্ধ সুধা ঢালে
শীতের ঋতুর আবেশ লেগে খুশিতে ভরে মন প্রান
ধনের শিষে মাতাল বাতাস তোলে সুখের কাপন
হিমের পরশ লাগলো নদীর কূলের কাশের বনে
আনন্দের দোলা আজ সবার মনে
9. মৌমাছির গুঞ্জরণে শীতল হওয়ার পরশ আনে
আম্র বকুল তার ছড়ায় সুবাস উত্তুরে পবনে
শাল পেয়ালের পাতায় পাতায় জমে কুয়াশার জল
সবুজ রঙের পাতায় পাতায় ভরেছে মাঠের ফসল
Best Bengali Winter season sad sms
10. শীতের রাতে একটি চাঁদর বস্তি ঘেরা শহর
রেল লাইনের পাশে শুয়ে প্ৰৌহ গোনে প্রহর
কখন হবে একটু সকাল সূর্য দেবে উষ্ণ আলো
সেই আলোতে মুছে যাবে শীতল রাতের কালো
এমনি করেই রোজ সে ভাবে সূর্য দেবার কথা
রাত্রি হলেই নেমে আসে একলা নিরীবতা
কতো মানুষ বাড়ি ফেরে লোকাল ট্রেনে চড়ে
একটি বারও প্রৌহ দিকে দেখেনা কেউ ঘুরে,
এখন সবাই ব্যস্ত মানুষ ভীষণ স্বার্থপর
পৃথিবীতে কত কিছুই ঘটে নেই কারোর নজর,
12. শিশির ভেজা গোলাপটির আজ দারুন করুন মুখ
একদিন সে ভেবে ছিলো ছড়িয়ে দেবে অনেক সুখ
রবির আলোয় মুছে গেছে পাপড়ি গুলো তার
যায়না আর দেখা শিশির কণা অনেক বদনার
এমনি করেই শোভা ছড়িয়ে হারিয়ে যাবে সে
নয়ন যত অবিরত গোপনে স্বপ্ন দেখেছে
13. হোকনা নকল কিংবা খাটি
আসলে বিক্রি হওয়া চাই
মনটাও বিক্রি হয়ে যাবে
খদ্দের তেমন যদি পাই
দিনে রাতে আর আলো আঁধারে
সব কিছু বেচা কেনার বাজারে
সকালে সূর্য মামা ওঠে
আবার বিকেলে নাকি ডুবে যায়
আজকের সভ্যতার উন্নতির ক্ষণে
টিভিতেই মুক্ত আকাশ দেখা যায়
ভালোবাসা আজ কানামাছি
নিজেকে ভালোবাসি তাই বাঁচি
Read More